ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে পাইওনিয়ার সুপার লিগ পর্ব

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
শুরু হচ্ছে পাইওনিয়ার সুপার লিগ পর্ব ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে ও পাইওনিয়ার ফুটবল লিগ কমিটির ব্যবস্থাপনায় ১ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন পাইওনিয়ার অনূর্ধ্ব-১৬ ফুটবলের সুপার লিগ পর্বের খেলা।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারশেন (বাফুফে) ভবনে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।



সংবাদ সম্মেলনে জানানো হয়, পাইওনিয়ার সুপার লিগের খেলা ঢাকার ৫টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো, পল্টন ময়দানস্থ আউটার স্টেডিয়াম, ইস্ট এন্ড ক্লাব মাঠ, বাসাবো মাঠ, সামরিক যাদুঘর মাঠ ও গোল্লারটেক মাঠ।

লিগের চ্যাম্পিয়ন, রানার আপ ও ৩য় স্থান অর্জনকারীসহ মোট তিনটি দল পরবর্তী রাউন্ড ‘তৃতীয় বিভাগ ফুটবলে উন্নীত হবে। লিগ শেষে প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা সহ ট্রফি, রানার আপ দলকে ৫০ হাজার টাকাসহ ট্রফি আর তৃতীয়স্থান অর্জনকারী দলকে ট্রফি ও মেডেল দেয়া হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, পাইওনিয়ার ফুটবল লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান বিজন বড়ুয়া ও সদস্য ফজলুর রহমান বাবুল।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ২৯ ফেব্রুয়ারি, ২০১৬
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।