ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ইনজুরিতে ছিটকে গেলেন বেনজেমা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
ইনজুরিতে ছিটকে গেলেন বেনজেমা ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের হয়ে আগামী তিন ম্যাচে খেলতে পারছেন না স্ট্রাইকার করিম বেনজেমা। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, হ্যামিস্ট্রিং ইনজুরিতে ভুগছেন এ ফ্রেঞ্চ তারকা।



গত শনিবার অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ডার্বি ম্যাচ খেলার সময় প্রথমার্ধে নিজেকে তুলে নেন বেনজেমা। তার পরিবর্তে সে ম্যাচে বোরজা মায়োরাল মাঠে নামেন। এর আগে হিপ সমস্যা থেকে সেরেই সে ম্যাচে মাঠে নামেন তিনি।

বেনজেমা মালাগার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচেও রিয়ালের হয়ে ছিলেন না। আর নতুন করে লা লিগায় লেভান্তে, সেল্টা ভিগো ও চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে রোমার বিপক্ষে বাদ পড়ছেন।

বেনজেমা চলতি মৌসুমে লা গ্যালাকটিকোদের হয়ে ২৩টি গোল করেছেন। তবে দলের হয়ে গত চার ম্যাচে একটি গোল আসে তার পা থেকে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ০১ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।