ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ক্ষমা চাইলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
ক্ষমা চাইলেন রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: গত শনিবার মাদ্রিদ ডার্বিতে নগর প্রতিপক্ষ অ্যাটলেতিকো মাদ্রিদের বিপক্ষে হারের পর রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো বলেছিলেন, সতীর্থরা যদি তার সমপর্যায়ের হতো তাহলে এমন ফলাফল হতো না। লা লিগায় তারাই সেরা পর্যায়ে থাকতো।



এমন মন্তব্য করার পর খোদ দলের মধ্যেই দেখা দেয় বিরক্তি, অস্বস্তি। পর্তুগিজ তারকার অহংবোধ আর সতীর্থদের মান নিয়ে প্রশ্ন তোলায় সমালোচনা শুরু হয়। এমন ঘটনার পর রোনালদো সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন।

লা লিগায় অ্যাতলেতিকোর বিপক্ষে হারের পর চলতি মৌসুমের এ আসরে শিরোপার দৌড় থেকে অনেক দূরে চলে গেছে রিয়াল। বলা চলে লা লিগার শিরোপার স্বাদ এবার আর নিতে পারছে না লা গ্যালাকটিকোরা। নিজেদের মাটিতেই অ্যাতলেতিকোর বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচের প্রায় ৪০ ঘণ্টা পর ভালদেবেবাস ট্রেনিং কমপ্লেক্সে অনুশীলনে নামে রিয়াল মাদ্রিদ। নিজের ভুল বুঝতে পেরে অনুশীলনের আগে রোনালদো ড্রেসিংরুমে গিয়ে সতীর্থদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেন।

এ সময় তিনি জানান, সংবাদমাধ্যম তার কথার ভুল ব্যাখ্যা করেছে। কাউকে আঘাত করার মতো কিছু বলেননি তিনি। সতীর্থদের খেলার মান নিয়েও তিনি কিছু বলেননি বলেও জানান রোনালদো।

এর আগে স্প্যানিশ দৈনিক এল মুন্দোর দাবি করে, সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে মুঠোফোনে সকলকে বার্তা পাঠিয়েছিলেন রোনালদো। তাতেও বরফ না গললে এবার সরাসরি সতীর্থদের কাছে ক্ষমা চাইলেন পর্তুগিজ তারকা।

জিনেদিন জিদানের অধীনে রোনালদো বাহিনীকে সামনে আরও কঠিন পথ পাড়ি দিতে হবে। দলে নেই করিম বেনজেমা, গ্যারেথ বেল, পেপে, সার্জিও রামোস, কারভাজাল, মার্সেলোর মতো তারকারা। লা লিগায় রিয়ালের প্রতিপক্ষ হিসেবে মাঠে আসবে লেভান্তে, সেল্টাভিগো আর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়ালকে নামতে হবে রোমার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ০১ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।