ঢাকা: গত মাসেই পিএসজি ছেড়ে চাইনিজ ক্লাব হেবেই চাইনা ফোরচুনে পাড়ি জমান এজেকুয়েল লাভেজ্জি। ইউরোপিয়ান ফুটবল থেকে বিদায় নেওয়ায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষের পথে বলেই মনে করছেন ৩০ বছর বয়সী এ উইঙ্গার।
চীনে উড়াল না দিয়ে ইউরোপের অন্য ক্লাবেও তো যোগ দিতে পারতেন। বেশ কয়েকটি জায়ান্ট ক্লাবই যে তাকে দলে ভেড়াতে চেয়েছিল। লাভেজ্জি নিজেই জানিয়েছেন, চাইনিজ সুপার লিগে নাম লেখাতে তিনি ইন্টার মিলান, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো প্রতিষ্ঠিত ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
চলতি মৌসুম শেষেই ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে লাভেজ্জির চার বছরের চুক্তির মেয়াদ শেষ হতো। তবে আগেই ফ্রান্স ছেড়ে দুই বছরের চুক্তিতে চীনের হেবেইতে যোগ দেন লাভেজ্জি। যার আর্থিক মূল্য প্রতি মৌসুম বাবদ ১৫ মিলিয়ন ইউরো। এর আগে জ্যাকসন মার্টিনেস, রামিরেস সহ আরো অনেক খেলোয়াড়ই ইউরোপিয়ান ফুটবলের মায়া ত্যাগ করে চীনে পাড়ি জমান।
এক সাক্ষাৎকারে লাভেজ্জি বলেন, ‘আমি ইন্টার, চেলসি অথবা ম্যানইউতে যোগ দিতে পারতাম। কিন্তু, চীনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম। আমার ক্যারিয়ারের জন্য এটা গুরুত্বপূর্ণ পছন্দ ছিল। আমি নিশ্চিত এখানে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবো। ক্লাবের উন্নতির জন্য তাদের প্রজেক্ট আমার পছন্দ হয়। এটাই আমাকে হেবেইতে আসতে উৎসাহিত করে। আর্থিক ব্যাপারটাও এখানে কাজ করে। ’
আর্জেন্টাইন তারকা যোগ করেন, ‘চাইনিজ সংস্কৃতিতেও আমি মুগ্ধ। তাই এখানে এসে খেলাটা অবশ্যই অন্যরকম হবে। আকর্ষণের সঙ্গে থাকবে চ্যালেঞ্জ। ’
তবে শীর্ষ পর্যায়ের ক্লাব প্রতিযোগিতা ছেড়ে আসায় লাভেজ্জির আন্তর্জাতিক ক্যারিয়ারও কী শেষের পথে? তিনি নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন, ‘হ্যাঁ, সম্ভবত আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিজ্ঞতার ইতি ঘটছে। কিন্তু, আমার মনে হচ্ছে, এখানে (চীনে) এসে সঠিক সিদ্ধান্তই নিয়েছি এবং নতুন ক্লাবের জন্য নিজের সেরাটা দিয়েই চেষ্টা করবো। ’
আর্জেন্টিনার জার্সি গায়ে ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত ৪৮টি ম্যাচ খেলেছেন লাভেজ্জি।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ১ মার্চ, ২০১৬
আরএম