ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

লজ্জিত ‘লুইস ফন ফেইল!’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
লজ্জিত ‘লুইস ফন ফেইল!’ ছবি : সংগৃহীত

ঢাকা: আর্সেনালের বিপক্ষে ম্যাচ চলাকালীন মাঠের বাইরে লুইস ফন গালের পড়ে যাওয়া নিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে ঝড় বয়ে গিয়েছে! কেউ কেউ শিরোনাম দিয়েছে, ‘লুইস ফন ফেইল!’ একটি ওয়েবসাইটে দেখানো হয় তিনি ম্যানচেস্টার প্রাণকেন্দ্র সিটি সেন্টারে ভূপতিত!

আরেকটি ওয়েবসাইটে দেখানো হয়, তিনি একটি কারাতে চ্যাম্পিয়নশিপেও প্রতিদ্বন্দ্বীর সামনে একইভাবে পড়ে আছেন! অন্যখানে দেখানো হয়েছে, তিনি মাটিতে পড়ে গিয়ে দেখছেন ম্যানচেস্টার ইউনাইটেডে তার সম্ভাব্য উত্তরসূরি হোসে মোরিনহো তার দিকে তাকিয়ে আছেন! এছাড়া ছড়িয়েছে আরও বেশ কয়েকটি ছবি।

লুইস ফন গাল রোববারের ম্যাচের পরই অবশ্য ক্ষমা চেয়েছেন, ম্যাচের রেফারি, চতুর্থ রেফারি ও একইসঙ্গে ক্লাবের সমর্থকদের কাছেও।

গানারদের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে ৩-২ গোলে ম্যাচ জেতার পর ৬৪ বছর বয়সী ডাচ কোচ বলেন, ‘আসলে আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম। পরে বুঝেছি আমার আরও সংযমী হওয়া উচিত ছিল। ’

ফন গালের উত্তেজিত হয়ে পড়ার কারণ আর্সেনালের আলেক্সিস সানচেজ! তার বিরুদ্ধে ফান গালের অভিযোগ, সানচেজ বেশ কয়েকবার ইচ্ছাকৃতভাবে পড়ে গিয়ে ফাউল আদায় করেছিলেন। তারই প্রতিবাদ করতে গিয়ে ফন গাল ম্যাচের চতুর্থ রেফারি মাইক ডিনকে ইচ্ছাকৃতভাবে পড়ে গিয়ে দেখাতে চেয়েছিলেন সানচেজও একইভাবে পড়ে যাচ্ছেন এবং রেফারি সেটা বুঝতে না পেরে ম্যান ইউয়’র বিরুদ্ধে ফাউল দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ০১ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।