ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

দুই তারকাকে বেচে দিচ্ছে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
দুই তারকাকে বেচে দিচ্ছে রিয়াল ছবি : সংগৃহীত

ঢাকা: সামার ট্রান্সফার উইন্ডোতে ইস্কো ও জেমস রদ্রিগেজকে বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে রিয়াল মাদ্রিদ। কোচ জিনেদিন জিদান দু’জনের পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নন।

ইস্কো-রদ্রিগেজের জায়গায় এডেন হ্যাজার্ড ও পল পগবাকে দলে ভেড়ানোর লক্ষ্যে ইতোমধ্যেই নাকি ক্লাবের দৃষ্টি ‍আকর্ষণ করেছেন ফ্রেঞ্চ কিংবদন্তি।

স্প্যানিশ দৈনিক ‘মার্কা’র বরাত দিয়ে গোল ডট কম জানায়, মৌসুম শেষের আগে নিজেদের ফর্মের উন্নতিতে ব্যর্থ হলে ইস্কো ও রদ্রিগেজ দু’জনকেই ছেড়ে দেবে রিয়াল। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচটিতে (১-০) দু’জনের ডিফেন্সিভ পারফরম্যান্সে নাকি ভীষণভাবে অসন্তুষ্ট হন জিদান।

স্প্যানিশ জায়ান্টরা মনে করছে, ইস্কো ও রদ্রিগেজের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাবের ঘাটতি রয়েছে। যা কঠিন ম্যাচগুলোতে রিয়ালকে অনুপ্রাণিত করার জন্য অাবশ্যক। তবে কী বার্নাব্যুতে দু’জনের ভবিষ্যতই অনিশ্চিত হয়ে পড়লো!

এদিকে, গ্রীষ্মকালীন দলবদলের বাজারে রদ্রিগেজের ম্যানসিটিতে পাড়ি জমানোর জোরালো গুঞ্জন উঠছে। সূত্রমতে, সিটিজেনরা ইস্কোকে দলে টানতেও মুখিয়ে আছে।

রিয়াল শেষ পর্যন্ত ইস্কো-রদ্রিগেজকে বেচে দিলেও দু’জনের অভাব পূরণে হ্যাজার্ড-পগবাকেই যে পাবে সে নিশ্চয়তা দেবে কে? সামার ট্রান্সফার উইন্ডোতেই হয়তো সব জল্পনা-কল্পনার অবসান ঘটবে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।