ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

টানা ১২ ম্যাচে অপরাজিত চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
টানা ১২ ম্যাচে অপরাজিত চেলসি ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ লিগে চেলসির পুনর্জাগরণ চলছেই। মৌসুমে শুরুর হতাশা ভুলে স্বরুপেই ফিরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

সবশেষ নরউইচ সিটির মাঠে ২-১ গোলের জয় তুলে নিয়েছে গাস হিডিঙ্কের শিষ্যরা। এদিকে, ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট খুঁইয়েছে শীর্ষে থাকা লিচেস্টার সিটি।

এ নিয়ে ব্লুজরা শেষ তিনটি ম্যাচে জয়ের পাশাপাশি টানা ১২টি লিগ ম্যাচে অপরাজিত থাকল। গত বছরের ডিসেম্বরে হোসে মরিনহোর স্থলাভিষিক্ত হন হিডিঙ্ক। এরপরই যেন নিজেদের ছায়া থেকে বেরিয়ে আসে ইংলিশ জায়ান্টরা। ডাচ কোচের অধীনে প্রিমিয়ার লিগে এখন রীতিমতো উড়ছে ‘আত্মবিশ্বাসী’ চেলসি।

নরউইচের মাঠে খেলা শুরু হতে না হতেই লিড নেয় চেলসি। ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার রবার্ট কেনেডির গোলে প্রথম মিনিটেই তারা এগিয়ে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুন করেন ডিয়েগো কস্তা। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভিজিটররা।

দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে স্বাগতিকদের হয়ে একটি গোল পরিশোধ করেন ইংলিশ মিডফিল্ডার নাথান রেডমন্ড। এরপর নির্ধারিত সময়ের মধ্যে দু’দলের আর কেউই গোলের দেখা পাননি। রেফারি শেষ বাঁশি বাজানোর পর নরউইচের হতাশার বিপরীতে প্রত্যাশিত জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়েন কস্তা-হ্যাজার্ড-ফ্যাব্রিগাসরা।

পয়েন্ট টেবিলে ২৮ ম্যাচে ১০ জয়, ৯ ড্র ও ৯ পরাজয়ে ৩৯ পয়েন্ট নিয়ে আট নম্বরে চেলসি। সমান ম্যাচে ২৪ পয়েন্টে রেলিগেশন জোনে নরউইচ। দুই পয়েন্ট হাতছাড়া করলেও শীর্ষেই রয়েছে লিচেস্টার (৫৭)।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।