ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

অ্যাতলেতিকোর আরেকটি জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
অ্যাতলেতিকোর আরেকটি জয় ছবি: সংগৃহীত

ঢাকা: মাদ্রিদ ডার্বি জয়ের পর এবার রিয়াল সোসিয়েদাদকে ৩-০ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। এ নিয়ে লা লিগায় নিজেদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জিতল দিয়েগো সিমিওনের শিষ্যরা।

এরই সুবাদে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের পার্থক্যটা পাঁচে নামিয়ে আনল ২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়নরা।

ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে আত্মঘাতী গোলের সুবাদে শুরতেই লিড নেয় অ্যাতলেতিকো। আট মিনিটের মাথায় নিজেদের জালেই বল জড়ান সোসিয়েদাদের মেক্সিকান ডিফেন্ডার ডিয়েগো রিয়েস। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধ শুরুর প্রথম মিনিটেই ব্যবধান দ্বিগুন করেন স্প্যানিশ মিডফিল্ডার সাউল নিগুয়েজ। এর ১৩ মিনিট পর ডি-বক্স সীমনায় অ্যান্তোনিও গ্রিজম্যানকে ট্যাকল করে আবারো নিজেদের বিপদ ডেকে আনে ভিজিটররা। স্পট কিক থেকে গোল আদায় করতে কোনো ভুল করেননি রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের নায়ক গ্রিজম্যান।

বল দখলের লড়াইয়ে প্রায় সমানে সমান থাকলেও আক্রমণাত্মক ফুটবলে অনেক পিছিয়েই থাকে ভিজিটররা। তাই নির্ধারিত সময়ের মধ্যে একটি গোল পরিশোধ করতেও ব্যর্থ হয় সোসিয়েদাদ। পুরো ম্যাচে তারা সাতটি প্রচেষ্টায় মাত্র একবার গোলমুখে শট নেয়।

পয়েন্ট টেবিলে ২৭ ম্যাচে ১৯ জয়, চার ড্র ও চার পরাজয়ে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাতলেতিকো। এক ম্যাচ করে কম খেলা রিয়াল মাদ্রিদ ৫৪ পয়েন্টে তিনে ও শীর্ষে থাকা বার্সার সংগ্রহ ৬৬।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।