ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

উড়ন্ত জয়ে ফাইনালে এসি মিলান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
উড়ন্ত জয়ে ফাইনালে এসি মিলান ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান কাপের ফাইনালে জুভেন্টাস কিংবা ইন্টার মিলানের মুখোমুখি হবে এসি মিলান। সেমিফাইনালের দ্বিতীয় লেগে তৃতীয় সারির দল আলেসান্দ্রিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েই শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখে ১৮ বারের লিগ চ্যাম্পিয়নরা।



প্রথম লেগে আলেসান্দ্রিয়ার মাঠে ১-০ গোলের কষ্টার্জিত জয়ই হয়তো তাঁতিয়ে দিয়েছিল এসি মিলানকে। সান সিরো স্টেডিয়ামে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের ওপর দিয়ে রীতিমতো স্টিম রোলার চালিয়ে গোল উৎসবে মাতে ইতালিয়ান জায়ান্টরা।

এবারের আসরটি এসি মিলানের জন্য শিরোপা খরা ‍কাটানোর চ্যালেঞ্জ। সবশেষ তারা ২০০২-০৩ মৌসুমে কোপা ইতালিয়ার চ্যাম্পিয়ন হয়েছিল।

ফ্রেঞ্চ মিডফিল্ডার জেরেমি মেনেজের জোড়া গোলের (২০, ৩৯ মি.) সুবাদে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানের লিড নেয় মিলান। এর মাঝে বাকি গোলটি করেন ইতালিয়ান তরুন ডিফেন্ডার আলেসিও রোমাগনোলি।

নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে নিজেদের জালেই বল জড়ান আলেসান্দ্রিয়া ডিফেন্ডার রবার্তো সাবাতো। আর শেষদিকে ভিজিটরদের কপিনে শেষ পেরেকটি ঠুকে দেন ইতালির ‘খ্যাপাটে’ স্ট্রাইকার মারিও বালোতেল্লি।

এদিকে, অপর সেমিতে বুধবার (২ মার্চ) স্বাগতিক ইন্টারের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাস। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়। প্রথম লেগ শেষে ৩-০ গোলে এগিয়ে জুভিরা।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।