ঢাকা: মৌসুমের মাঝপথে দায়িত্ব নিয়েই উড়ন্ত সূচনা করেন। কিন্তু, কোচিং পারফরম্যান্সে প্রতিনিয়ত উন্নতি করলেও রিয়াল মাদ্রিদে নিজের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তায় জিনেদিন জিদান।
জানুয়ারিতে রাফা বেনিতেজের স্থলাভিষিক্ত হন জিদান। তার অধীনে এখন পর্যন্ত ৯ ম্যাচের মধ্যে ছয়টিতে জয়, দু’টি ড্র ও একটিতে হার মানে রিয়াল। সবশেষ মাদ্রিদ ডার্বিতে (২৭ ফেব্রুয়ারি) ঘরের মাঠেই অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে হারের লজ্জায় ডোবে জিদানের শিষ্যরা।
সম্প্রতি জিদানের সঙ্গে রিয়ালের স্থায়ী চুক্তি করার একটা গুঞ্জন উঠেছিল। কিন্তু, এ ব্যাপারে এখনো অফিসিয়ালি কোনো বিবৃতি দেয়নি স্প্যানিশ জায়ান্টরা। বলা বাহুল্য, অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ২০১৫-১৬ মৌসুম শেষেই জিদানের চুক্তির মেয়াদ শেষ হবে।
এক সাক্ষাৎকারে জিদান বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, বর্তমানে আমি খুবই খুশি। কাজের মধ্যে থেকে প্রতিদিনই উন্নতি করছি। যখন আমি এখানে এসেছিলাম তখন সবকিছুই ভালো ছিল। এখন আমরা একটি ম্যাচ (অ্যাতলেতিকোর বিপক্ষে) হেরে গেছি এবং সবকিছুই অন্ধকারে রূপ নিয়েছে। ’
রিয়াল কোচ যোগ করেন, ‘আমি সবাইকে নিয়ে কাজ করতে আগ্রহী। জানি আমরা সামনে এগিয়ে যাচ্ছি। কোনো কিছুই আমাকে চিন্তিত করে না। আগামী তিন মাসে কী হবে তা জানি না। এখন লেভান্তের বিপক্ষে (৩ মার্চ) পরবর্তী ম্যাচে দৃষ্টি রাখছি। গুরুত্বপূর্ণ হচ্ছে, একে অপরের সঙ্গে থেকে ঐক্যবদ্ধ থাকা এবং পরবর্তী ম্যাচ নিয়ে ভাবা। ’
এদিকে, লিগ শিরোপার দৌড়ে অনেকটাই ছিটকে গেছে রিয়াল! শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্টে (২৬ ম্যাচে) পিছিয়ে গ্যালাকটিকোরা। তবে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার অঙ্গীকার করেছেন জিদান, ‘মৌসুম শেষে কোনো পরিবর্তন (পয়েন্ট টেবিলে) আসুক বা না আসুক আমরা নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করবো। সমর্থকদের আরো ভালো কিছু উপহার দিতে আমরা বাধ্য। ’
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
আরএম