ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

এক বছর নিষিদ্ধ জাহিদ-মামুনুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
এক বছর নিষিদ্ধ জাহিদ-মামুনুল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: শৃঙ্খলাভঙ্গের কারণে অধিনায়ক মামুনুল ইসলাম ও জাহিদ হোসেনকে এক বছরের জন্য জাতীয় দল থেকে নিষিদ্ধ করা হয়েছে। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টে এ দু’জন সহ আরো কয়েকজনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছিল।



বুধবার (২ মার্চ) ন্যাশনাল টিমস কমিটি নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে। জাহিদ-মামুনুল ছাড়াও ‍আরো দু’জন জাতীয় দলের খেলোয়াড়কে শাস্তির আওতায় আনা হয়েছে। ইয়াসিন খান ও সোহেল রানা ৬ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন।

সাফ ফুটবল ও বঙ্গবন্ধু গোল কাপ দু’টি ইভেন্টেই ব্যর্থতার পরিচয় দেয় লাল সবুজের বাংলাদেশ দল।   ভারতে অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ‍বাধাই পেরোতে পারেনি মামুনুলরা। পরে স্বাগতিক হিসেবে বঙ্গবন্ধু গোল কাপে ফাইনাল নিশ্চিতের ম্যাচে বাইরাইনের বিপক্ষে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।

দু’টি টুর্নামেন্টে ব্যর্থতার তদন্ত প্রতিবেদনে সাতজন খেলোয়াড়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়। প্রত্যেককেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত মামুনুল, জাহিদ, ইয়াসিন ও সোহেল রানার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা শাস্তির আওতায় পড়েছেন।

জাতীয় দলে নিষেধাজ্ঞার আওতায় থাকলেও এ চার ফুটবলারের ঘরোয়া লিগে খেলতে কোনো বাধা থাকবে না।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।