ঢাকা: মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক স্বাধীনতা কাপ স্কোয়াশ টুর্নামেন্ট’২০১৬ শুরু হয়েছে।
বুধবার (০২ মার্চ) রাজধানীর বনানী এলাকায় নৌ-বাহিনীর নেভি প্রধান কার্যালয়ে স্কোয়াশ র্যাকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
নেভি স্কোয়াশ কমপ্লেক্স ও গুলশান ক্লাব স্কোয়াশ কোর্টে এ টুর্নামেন্ট চলবে ৮ মার্চ পর্যন্ত।
পাঁচটি বিভাগে মোট ৯২ জন প্রতিযোগী এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।
বিভাগগুলোর মধ্যে প্রিমিয়ার ডিভিশনে খেলছেন ৬ জন। এ ডিভিশনে ২০ জন, বি ডিভিশনে ৫৬ জন, আন্ডার -১১ এ ৬ জন এবং আন্ডার -১৫ এ ৪ জন অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, এক সময় আমিও স্কোয়াশ খেলতাম। এ খেলা যেন পিছিয়ে না পড়ে, সেজন্য সবাইকে এগিয়ে আসিতে হবে।
আমাদের প্রধানমন্ত্রী খেলাপ্রিয়। স্কোয়াশ খেলার সমস্যার কথা তিনি (প্রধানমন্ত্রী) জানলে সহযোগিতা করবেন বলেও জানান মন্ত্রী।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্ট ও সিইও আনিস এ খান বলেন, তৃতীয় প্রজন্মের ব্যাংক আমাদের। আমরা বিশ্বমানের সেবা দিয়ে থাকি। ১০৬টি শাখা ও ২০০টি এটিএম বুথ নিয়ে সেবা দিয়ে থাকি।
তিনি বলেন, আমরা চেষ্টা করি জনগণের মধ্যে থাকতে।
বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সভাপতি ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ রউফ, নৌ-বাহিনীর সহকারী প্রধান মো. শাহীন ইকবাল, ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট রাশেদ চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
এফবি/এএসআর