ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

সিটির শিরোপা দৌড়ে লিভারপুলের আঘাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
সিটির শিরোপা দৌড়ে লিভারপুলের আঘাত ছবি: সংগৃহীত

ঢাকা: ম্যানচেস্টার সিটির শিরোপা দৌড়ে বড় আঘাতই দিল লিভারপুল। ঘরের মাঠ অ্যনফিল্ডে ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যদের ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ক্যাপিটাল ওয়ান কাপ ফাইনালের প্রতিশোধও নিল অল রেডসরা।



বুধবার রাতে ঘরের মাঠে সিটিদের আতিথিয়েতা জানায় লিভারপুল। তবে ম্যাচের প্রথম থেকেই দারুণ আধিপত্য দেখিয়ে জয় ছিনিয়ে নেয় ইয়র্গেন ক্লপের শিষ্যরা। দলের হয়ে অ্যাডাম লালান, জেমস মিলনার ও রোবের্টো ফারমিনো একটি করে গোল করেন।

সফরকারীদের কোন সুযোগ না দিয়ে ম্যাচের ৩৪, ৪১ ও ৫৭ মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন স্বাগতিকদের ওপরের তারকারা।

এ ম্যাচ হারার ফলে ২৭ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ইংলিশ লিগ টেবিলের চতুর্থ অবস্থানে রইল সিটিজেনরা। আর সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে আটে রয়েছে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ০৩ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।