ঢাকা: কোপ ইতালিয়ায় ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছিলো দুই শক্তিশালী দল ইন্টার মিলান ও জুভেন্টাস। ম্যাচের নির্ধারিত সময়ে ৩-০ গোলে জিতেও যায় ইন্টার।
বুধবার রাতে ঘরের মাঠ সান সিরোতে জুভিদের আতিথিয়েতা জানায় ইন্টার। আর পুরো ম্যাচে দারুণ আধিপত্য দেখিয়ে দারুণ জয় পায় রবার্টো ম্যানচিনির শিষ্যরা। দলের হয়ে জোড়া গোল করেন মার্সেলো ব্রোজোভিচ (১৬,৮২)। আর একটি গোল করেন ইভান পিরেসিক।
পরে ম্যাচটি টাইব্রেকারে গড়ালে নিজেদের করা সবকটি শটেই গোল দেয় ম্যাসিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। তবে ইন্টারের হয়ে একটি শটে গোল করতে ব্যর্থ হন সিবাস্তেইন প্যালাসিও। আর জয়ের উৎসবে মাতে সফরকারী শিবির।
ফাইনালে জুভেন্টাসের প্রতিপক্ষ ইতালির আরেক জায়ান্ট দল এসি মিলান।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ০৩ মার্চ, ২০১৬
এমএমএস