ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

স্বর্ণপদক জয়ী মাবিয়াকে সংবর্ধনা দেবে নান্দোস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
স্বর্ণপদক জয়ী মাবিয়াকে সংবর্ধনা দেবে নান্দোস

ঢাকা: সাউথ এশিয়া গেমসে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক জয়ী মাবিয়া আক্তার সীমান্তকে সংবর্ধনা দেবে আন্তর্জাতিক রেস্টুরেন্ট চেইন নান্দোস।

বৃহস্পতিবার (০৩ মার্চ) নান্দোস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, আগামী ৭ মার্চ দুপুরে নান্দোসের গুলশান শাখায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাবিয়াকে সংবর্ধনা দেওয়া হবে।

সেখানে উপস্থিত থাকবেন এমজিএইচ রেস্টুরেন্ট প্রাইভেট লিমিটেড পরিচালিত নান্দোসের উচ্চপর্যায়ের কর্মকর্তারা ও এমআরপিএলের সহযোগী পরিচালক মহিথ উল বারি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নান্দোস প্রতিবছরই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে নারী দিবস পালন করে থাকে। এরই অংশ হিসেবে এবার মাবিয়া আক্তারকে সংবর্ধনা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
এসএ/আরএইচএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।