ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

বোকায় কোচিংয়ের ‘স্বপ্ন’ শেষ ম্যারাডোনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
বোকায় কোচিংয়ের ‘স্বপ্ন’ শেষ ম্যারাডোনার ছবি : সংগৃহীত

ঢাকা: সাবেক বোকা জুনিয়র্স কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা নিশ্চিত করেছেন, তিনি আর বুয়েন্স আইরেসের ক্লাবটির কোচ হওয়ার স্বপ্ন দেখছেন না। বোকার সদ্য নিযুক্ত কোচ গিলের্মো ব্যারোস স্কেলোত্তোকেও শুভকামনা জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর।



খেলোয়াড়ী জীবনে দুই মেয়াদে (১৯৮১-৮২ ও ১৯৯৫-৯৭) বোকা জুনিয়র্সের হয়ে খেলেন ম্যারাডোনা। শুধু তাই নয়, বোকার হয়েই ক্লাব ক্যারিয়ারের ইতি টেনেছিলেন। তবে খেলোয়াড় হিসেবে ‘সর্বকালের সেরা’ হলেও ম্যারাডোনার কোচিং জীবনটা ঠিক তার উল্টো!

১৯৯৪ সালে স্বদেশী ক্লাব দেপোর্তিভো মান্ডিয়ুর হয়ে কোচিং পেশায় পা দেন ম্যারাডোনা। পরের বছরই যোগ দেনে রেসিং ক্লাবে। সেখানেও খুব বেশি সাফল্য পাননি। এরপর লম্বা বিরতি শেষে ২০০৮-১০ পর্যন্ত ছিলেন আর্জেন্টিনা দলের দায়িত্বে। কিন্তু বিশ্বকাপ মিশনে জার্মানির কাছে কোয়ার্টার ফাইনালে আলবিসেলেস্তেদের স্বপ্নভঙ্গ হয়। সবশেষ (২০১১-১২) দুবাইয়ের ক্লাব আল ওয়াসএল’র কোচ ছিলেন।

ফক্স স্পোর্টস’কে দেওয়া সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেন, ‘নতুন কোচ নিয়োগ দেওয়ায় আমার বোকায় কোচিং করানোর স্বপ্ন আর নেই। আমার বয়সও হয়ে গেছে ৫৬। আশা করছি, মেলি (ব্যারোস স্কেলোত্তো) বোকায় ১০ বছরের জন্য থাকবে। এখানে সব সময়ই একটা বড় ম্যাচ থাকে। আমি প্লেনে উড়ে গিয়ে প্রিয় বোকা ক্লাবকে দেখতে যাব এবং মেলিজোকে হ্যালো বলবো। ’

আর্জেন্টিনার ঘরোয়া লিগ জায়ান্ট বোকা জুনিয়র্সের নতুন মৌসুমটা মোটেই ভালো যাচ্ছে না। ইতোমধ্যেই পাঁচ ম্যাচের মধ্যে দু’টিতে হেরে তারা পঞ্চম স্থানে অবস্থান করছে। ’

তবে অচিরেই বোকা ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস ম্যারাডোনার। নতুন কোচের প্রতিও নিজের আস্থা ব্যক্ত করেন আর্জেন্টাইন কিংবদন্তি, ‘আশা করছি, মেলি বোকার ড্রেসিং রুমটা নিয়ন্ত্রনে রেখে খেলোয়াড়দের ভালোভাবে গড়ে তুলতে পারবে। এটাই আমরা সবাই চাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।