ঢাকা: গত মাসেই পিটার চেকের বিপক্ষে আট ম্যাচের গোলখরা কাটান লিওনেল মেসি। রীতিমতো দুঃস্বপ্নই উপহার পেয়েছিলেন আর্সেনাল গোলরক্ষক।
তাই চ্যাম্পিয়নস লিগে নকআউট পর্বের ফিরতি পর্বের ম্যাচে চেককে ছাড়াই মাঠে নামবে আর্সেনাল। ন্যু ক্যাম্পে আগামী ১৬ মার্চ বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।
প্রথম লেগ শেষে ২-০ গোলে এগিয়ে বার্সা। এমিরেটস স্টেডিয়ামের ম্যাচটিতে (২৪ ফেব্রুয়ারি) দু’টি গোলই আসে মেসির পা থেকে। বলা যায়, গানারদের তাদের মাঠেই স্তব্ধ করে দেন আর্জেন্টাইন আইকন। সেই সঙ্গে চেকের বিপক্ষে নিজের দীর্ঘ গোলখরাও পুষিয়ে নেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
সোয়ানসি সিটির বিপক্ষে (৩ মার্চ) ঘরের মাঠেই লজ্জাজনক হারের রাতে পায়ের ইনজুরিতে ভোগেন চেক। ওই ম্যাচটি হেরে শিরোপা দৌড়েও বড় এক ধাক্কা খায় গানাররা। ২৮ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে তিনে আর্সেনাল। সমান ম্যাচে ৫৪ পয়েন্টে দুইয়ে টটেনহাম ও শীর্ষে থাকা লিচেস্টার সিটির সংগ্রহ ৫৭।
এদিকে, শনিবারের (৫ মার্চ সন্ধ্যা পৌনে ৭টায়) নর্থ লন্ডন ডার্বিতে টটেনহামের মুখোমুখি হবে আর্সেনাল। এ ম্যাচে চেকের সঙ্গে দলের অন্যতম সেরা ডিফেন্ডার লরেন্ত কোসিয়েলেনিকেও পাচ্ছেন না ওয়েঙ্গার।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
আরএম