ঢাকা: ২০১৮ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের (কনমেবল) খেলায় ব্রাজিলের মুখোমুখি হবে উরুগুয়ে এবং প্যারাগুয়ে। ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা এ দুটি ম্যাচে স্কোয়াডে রাখেননি রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলো এবং বোতাফোগোর গোলরক্ষক জেফারসনকে।
মার্সেলোর বদলি হিসেবে দলে এসেছেন জুভেন্টাসের লেফটব্যাক অ্যালেক্স সান্দো। আর গোলরক্ষক হিসেবে দুঙ্গার প্রথম পছন্দ আলিসনকে।
রিয়াল তারকা মার্সেলো বেশ কিছুদিন থেকেই ইনজুরির সঙ্গে লড়ছেন। এ প্রসঙ্গে দুঙ্গা জানান, আমাদের মেডিকেল দল রিয়ালের চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেছেন। মার্সেলো ইনজুরি থেকে হয়তো খুব দ্রুতই সেরে উঠবে। কিন্তু পুরোপুরি ফিটনেস ফিরে পেতে তার আরও সময় লাগবে। আমি আশা করছি, এ দুটি ম্যাচের পরই আবার মার্সেলোকে জাতীয় দলে পাবো।
দুঙ্গা ২০১৪ সালে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার জেফারসন দল থেকে বাদ পড়লেন। এ প্রসঙ্গে দুঙ্গা জানান, ‘ফুটবল গতিশীল, এর সব কিছুই চলে সময়ের উপর নির্ভর করে। আমি গোলরক্ষকদের কোচ তাফারেলের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন ঘোষিত স্কোয়াডে তিনজন গোলরক্ষককে রাখা হয়েছে। তাদের মধ্যে একজন তরুণ, একজন অন্তর্বর্তীকালীন আর একজন অভিজ্ঞ। ফুটবলে এমনটাই হয়। কেউ সুযোগ পেলে কাজে লাগায়, আর কেউ সুযোগ পেয়েও অপেক্ষায় থাকে। আমি জেফারসনকে যখন ডেকেছি, তখন সে সিরি ‘বি’ তে খেলছিল। তাকে দলের বাইরে রেখে অন্যদের সুযোগ দিয়েছি। আশা করি খুব শিগগিরই জেফারসনকে জাতীয় দলে দেখতে পাবো।
আগামী ২৫ মার্চ উরুগুয়ের বিপক্ষে নেইমারের নেতৃত্বে মাঠে নামবে ব্রাজিল। ২৯ মার্চ দুঙ্গার শিষ্যদের পরের প্রতিপক্ষ প্যারাগুয়ে।
ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন (ইন্টারনাসিওনালের), মার্সেলো গ্রোহি (গ্রেমিও), দিয়েগো আলভেস (ভ্যালেন্সিয়া)।
ডিফেন্ডার: ডেভিড লুইজ ও মারকুইনহোস (পিএসজি), মিরান্ডা (ইন্টার মিলান), জিল (শানতুং), দানিলো (রিয়াল মাদ্রিদ), দানি আলভেস (বার্সেলোনা), ফিলিপ লুইস (অ্যাটলেটিকো মাদ্রিদ), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস)।
মিডফিল্ডার: লুইস গুস্তাভো (উলফসবার্গ), ফার্নান্দিনহো (ম্যানচেস্টার সিটি), অগাস্টো (বেইজিং), ফিলিপ কুতিনহো (লিভারপুল), অস্কার ও উইলিয়ান (চেলসি), লুকাস লিমা (সান্তোস), কাকা (অরলান্ড সিটি), ডগলাস কস্তা (বায়ার্ন মিউনিখ)।
ফরোয়ার্ড: নেইমার (বার্সেলোনা), হাল্ক (জেনিথ), রিকার্ডো অলিভেইরা (সান্তোস)।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০৪ মার্চ ২০১৬
এমআর