ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মেসির মতো পেনাল্টি নিতেন না ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
মেসির মতো পেনাল্টি নিতেন না ম্যারাডোনা ছবি: সংগৃহীত

ঢাকা: কিছুদিন আগে পেনাল্টিতে পাস দিয়ে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন লিওনেল মেসি। তবে সেভাবে যদি পেনাল্টি মারতেন দিয়েগো ম্যারাডোনা! ফুটবল কিংবদন্তি রসিকতা করে জানালেন, মেসির মতো পেনাল্টি থেকে পাস দিলে হয় তো তাকে মাঠ থেকেই বের করে দেওয়া হতো।



গতমাসে সেল্টা ডি ভিগো’র বিপক্ষে বার্সা স্ট্রাইকার মেসি’র অভিনব পেনাল্টি সাড়া ফেলে দিয়েছিল ফুটবল বিশ্বে। সতীর্থ লুইস সুয়ারেজকে দিয়ে হ্যাটট্রিক করানোর জন্য পেনাল্টি থেকে সরাসরি গোলে বল না মেরে উরুগুয়ের স্ট্রাইকারকে পাস দিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

একটি স্প্যানিশ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মজা করে ম্যরাডোনা বলেন, ‘পৃথিবীর যে কোনও ক্লাবই হোক, পেনাল্টি থেকে বল গোলে না মেরে পাস বাড়ালে রেহাই পেতাম না। আমাকে হয়তো সমর্থকরা মাঠের বাইরে ফেলে দিতেন। কপালে হয়তো ব্যঙ্গ জুটত। ’

ক্যারিয়ারে দু’টি মৌসুম বার্সেলোনায় খেলেছেন ম্যারাডোনা। সেই স্মৃতি এখনও তার মনে উজ্জ্বল। তিনি বলেন, ‘বার্সায় খেলা সবসময়েই উপভোগ করেছি। এখন এই বয়সেও যদি মেসি, নেইমার, সুয়ারেজদের পাশে খেলতে পারতাম, তাহলে খুব মজা হতো। ’

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ০৫ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।