ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ফিরছেন ম্যানইউ’র তিন তারকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
ফিরছেন ম্যানইউ’র তিন তারকা ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরি থেকে সেরে ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দলে ফিরছেন মারোউনে ফেলাইনি, ফিল জোনস ও অ্যান্তোনিও ভ্যালেন্সিয়া। তাদের ফেরার ব্যাপারটি নিশ্চিত করেছেন দলের কোচ লুইস ফন গাল।

রোববার ওয়েস্ট ব্রুমের বিপক্ষে কোন রকমের ঝুকি নিতে চাইছেন না কোচ।

এক সাক্ষাতকারে ফন গাল বলেন, ‘ফেলাইনি, ভ্যালেন্সিয়া ও জোন্স ফিরছে। সাধারণত তারা এ ম্যাচে ফিরলে খেলার বর্তমান রিদম নষ্ট হবে। তবে আমরা তাদের অনুশীলন করাবো। ’

চলতি মৌসুমে প্রথম থেকেই বাজে সময় কাটাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের সফল এই দলটি। তবে সম্প্রতি লিগে টানা দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে রেড ডেভিলসরা। এর মধ্যে একটি জয় ছিলো শক্তিশালী আর্সেনালের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ০৫ মার্চ, ২০১৬
এমএমএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।