ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

খারাপ খেললেও চেলসিতে খুশি হ্যাজার্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
খারাপ খেললেও চেলসিতে খুশি হ্যাজার্ড ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুমে শিরোপা ধরে রাখা তো দূরের কথা, এক সময় রেলিগেশনের খরায় পড়তে যাচ্ছিল চেলসি। খারাপ সময় কেটেছে ফুটবলারদেরও।

এদের মধ্যে অন্যতম ছিলেন ব্লুজদের সেরা তারকা এডেন হ্যাজার্ড। আর আগামী মৌসুমে গুঞ্জন চলছে নতুন ক্লাবে পাড়ি দিতে পারেন এ মিডফিল্ডার।

বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর ছড়িয়েছে, ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই থেকে চেলসিতে হ্যাজার্ডের জন্য বড় ধরনের প্রস্তাব এসেছে। যার কারণে বেলজিয়ান এ তারকা স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়তে পারেন।

এ প্রসঙ্গে হ্যাজার্ড বলেন, ‘ভবিষ্যত সব সময়ই এক রকম। সবাই ম্যাচ জিততে চায়। চায় শিরোপা জিততে। আমার বেলায়ও তেমনি। আমাদের দারুণ একটি দল রয়েছে। আর আশাকরি আমি আরও শিরোপা জিততে পারবো। ’

তিনি আরও বলেন, ‘আমি এখানে (চেলসি) সব সময়ই খুশি। এমনকি আমি যদি খারাপ খেলি, তাহলেও আমি খুশি। আমি জানি এটা ফুটবল। তবে আমি নিজের মুখে সব সময় হাসি দেখতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ০৫ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।