ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

জাতীয় দলে ফিরেছেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
জাতীয় দলে ফিরেছেন সুয়ারেজ ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ‌উরুগুয়ে দলে ফিরেছেন লুইস সুয়ারেজ। ২০১৪ সালের বিশ্বকাপে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন বার্সেলোনার এই স্ট্রাইকার।

সেবার গ্রুপ পর্বের ম্যাচে ইতালিয়ান ডিফেন্ডার জিওর্জিও চিয়েলিন্নিকে কামড় দেওয়ায় আন্তর্জাতিক ফুটবলে নয় ম্যাচ নিষেধাজ্ঞা পান তিনি।

২৯ বছর বয়সী এ তারকা জাতীয় দলের হয়ে নয় ম্যাচের পাশাপাশি ফিফা কর্তৃক ফুটবলের যেকোনো ধরনের কর্মকাণ্ড থেকে চার মাসের বহিষ্কারাদেশ পেয়েছিলেন।

নিষেধাজ্ঞার পর সুয়ারেজ উরুগুয়ের হয়ে তিনটি প্রীতি ম্যাচে খেলেন। তবে, চলতি মাসেই জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামবেন এ স্ট্রাইকার।

উরুগুয়ে বিশ্বকাপ বাছাই পর্বে ল্যাটিন আমেরিকা অঞ্চলের খেলায় ব্রাজিল ও পেরুর বিপক্ষে লড়বে। ইতোমধ্যেই উরুগুয়ের জাতীয় দল ঘোষণা করা হয়েছে। সেখানে রয়েছেন বার্সার এই গোলমেশিন।

বর্তমানে ক্লাব ফুটবলে দারুণ ছন্দে রয়েছেন সুয়ারেজ। স্প্যানিশ চ্যাম্পিয়নস বার্সার হয়ে করেছেন ৪১টি গোল। বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় নিজেদের চার ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে উরুগুয়ে।

উরুগুয়ের দল:
গোলরক্ষক: মার্টিন চ্যাম্পনা , রদরিগো মুনোজ, ফার্নান্দো মুসলেরা, মার্টিন সিলভা।

ডিফেন্ডার: সেবাস্টিয়ান কোটস, হোসে গিমেনজে, দিয়েগো গদিন, , ম্যাক্সিমিলিয়ানো পেরেরা, গ্যাস্টন সিলভা, গুইলারমো ভারেলা, ইমিলিয়ানো ভেলাজকুয়েজ।

মিডফিল্ডার: ম্যাথিয়াস কোরুজো, জিওর্জিয়ান ডি আরাসেকেটা, আলভারো গঞ্জালেস, দিয়েগো ল্যাক্সলাট, নিকোলাস লেদেইরো, ব্রায়ান লোজানো, ক্যামিলো মায়েদা, আলভারো পেরেরা, ইগিদিও আরেভালো রিওস , ক্রিস্টিয়ান রদ্রিগেজ, কার্লোস সানচেজ, মাতিয়াস ভেসিনো।

ফরওয়ার্ড: এডিনসন কাভানি, আবেল হার্নান্দেজ, দিয়েগো রোলান , ক্রিস্টিয়ান স্টুয়ানি, লুইস সুয়ারেজ।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ০৫ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।