ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মহিলা হকির ফাইনালে ঝিনাইদহ ও নড়াইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
মহিলা হকির ফাইনালে ঝিনাইদহ ও নড়াইল ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ২৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয় ‘ওয়ালটন তৃতীয় জাতীয় মহিলা হকি-২০১৬। ’ এই প্রতিযোগিতা আগামীকাল ফাইনাল ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে।



ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম এন্ড অ্যাডমিন) এসএম জাহিদ হাসান ও ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান, সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। উপস্থিত থাকবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

ওয়ালটন জাতীয় মহিলা হকির সুপার লিগের দ্বিতীয় ম্যাচ শনিবার (০৫ মার্চ) অনুষ্ঠিত হয়। ম্যাচে রাজশাহী জেলাকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে ঝিনাইদহ। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে নড়াইল জেলাও। আগামীকাল ফাইনালে ঝিনাইদহ জেলার মুখোমুখি হবে নড়াইল জেলা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৩.১৫টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ০৫ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।