ঢাকা: মৌসুমের শুরু থেকে দাপট দেখানো প্যারিস সেন্ট জার্মেই শেষ দিকে এসে নিজেদের যেন হারিয়ে ফেলেছে। সর্বশেষ ঘরের মাঠে দুর্বল মোন্টপিলেইরের বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিল লরা ব্লার শিষ্যরা।
শনিবার পার্ক দেস প্রিন্সেসে খেলতে নামে দু’দল। তবে পুরো ম্যাচে আধিপত্য থাকলেও বিপক্ষ দলের জালের ঠিকানা খুঁজে পায়নি ইব্রা-ডি মারিয়ারা। শেষ পর্যন্ত এক পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল।
এ ম্যাচে শেষেও অবশ্য ২৯ খেলায় ৭৪ পয়েন্ট নিয়ে সবার অনেক ওপরে রয়েছে পিএসজি। দ্বিতীয় অবস্থানে থাকা মোনাকে সমান ম্যাচে ৫১ পয়েন্ট অর্জন করেছে।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৬
এমএমএস