ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

লিভারপুলের নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
লিভারপুলের নাটকীয় জয়

ঢাকা: ক্রিস্টাল প্যালেসের ‍মাঠে পিছিয়ে থেকেও ২-১ গোলের নাটকীয় জয় তুলে নিয়েছে লিভারপুল। ৬২ মিনিটে দশজনের দলে পরিণত হওয়া অল রেডসদের পূর্ণ পয়েন্ট এনে দেন রবার্তো ফিরমিনো ও ক্রিস্টিয়ান বেনতেকে।

মৌসুমের প্রথম দেখায় ২-১ গোলে হারের বদলাও নিয়ে নিল ইয়োর্গেন ক্লপের শিষ্যরা।

লন্ডনের সেলহার্স্ট পার্কে প্রথমার্ধে দু’দলের কেউই গোলের দেখা পাননি। বিরতির পর তিন মিনিটের মাথায় স্বাগতিকদের লিড এনে দেন ওয়েলস মিডফিল্ডার জো লেডলি। ৬২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের ফাঁদে পড়ে মাঠ ছাড়েন জেমস মিলনার। দশজনের দলে পরিণত হয়ে অনেকটা ব্যাকফুটে চলে যায় লিভারপুল।

তবে ম্যাচের ৭২ মিনিটে ভিজিটরদের ত্রাণকর্তার ভূমিকায় আবর্তিত হন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিরমিনো। তার গোলেই সমতায় ফেরে ইয়োর্গেন ক্লপের শিষ্যরা। আর অন্তিত মুহূর্তে পেনাল্টি গোলে লিভারপুল সমর্থকদের জয়োল্লাসে ভাসান বেলজিয়ান স্ট্রাইকার বেনতেকে।

পয়েন্ট টেবিলে দুই ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এসেছে লিভারপুল। ২৮ ম্যাচ শেষে ১২ জয়, ৮ ড্র ও আট পরাজয়ে তাদের সংগ্রহ ৪৪ পয়েন্ট। সমান ম্যাচে ৩৩ পয়েন্টে পনের নম্বরে ক্রিস্টাল। এক ম্যাচ বেশি খেলা লিচেস্টার সিটি ৬০ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষেই।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।