ঢাকা: হাঁটুর ইনজুরির কারণে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে প্রথম চার ম্যাচেই ছিলেন দলের বাইরে। তাঁর অভাব ভালোই টের পায় আর্জেন্টিনা।
তবে দলের জায়গা হারিয়েছেন কার্লোস তেভেজ। গত মৌসুম শেষে জুভেন্টাস ছেড়ে বোকা জুনিয়র্সে ফেরার পর নিজের ফর্মের সঙ্গে লড়ছেন অভিজ্ঞ এ ফরোয়ার্ড।
অন্যদিকে, মেসি ছাড়াও ইনজুরি কাটিয়ে ফিরেছেন ম্যানসিটি তারকা সার্জিও আগুয়েরো (শেষ তিন ম্যাচে খেলতে পারেননি)।
আগামী ২৫ মার্চ স্বাগতিকি চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। ৩০ মার্চ ঘরের মাঠে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ বলিভিয়া। দু’টি ম্যাচই বাংলাদেশ সময় সকাল সাড়ে ৫টায় শুরু হবে।
পয়েন্ট টেবিলে চার ম্যাচ শেষে এক জয়, দুই ড্র ও এক পরাজয়ে ৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আর্জেন্টিনার। তাই ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতে এ দু’টি ম্যাচ মেসি-আগুয়েরোদের জন্য বেশ গুরুত্বপূর্ণই বটে।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: সার্জিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), নাহুয়েল গুজমান (তিগ্রেস) ও জেরোনিমো রুয়ি (রিয়াল সোসিয়েদাদ)।
ডিফেন্ডার: পাবলো জাবালেতা (ম্যানচেস্টার সিটি), ফাকুন্দো রনকাগলিয়া (ফিওরেন্টিনা), গ্যাব্রিয়েল মারকাদো (রিভার প্লেট), নিকোলাস ওটামেন্ডি (ম্যান সিটি), মাতেও মুসাচ্চিও (ভিয়ারিয়াল), রামিরো ফুনেস মোরি (এভারটন), মার্কোস রোহো (ম্যান ইউনাইটেড), লিওনেল ভ্যানজিওনি (রিভার), হাভিয়ের পিনোলা (রোজারিও সেন্ট্রাল) ও মার্টিন ডেমিচেলিস (ম্যান সিটি)।
মিডফিল্ডার: হাভিয়ের মাশ্চেরানো (বার্সেলোনা), মাতিয়াস ক্রানেভিতার, অগুস্তো ফার্নান্দেজ, অ্যাঞ্জেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), এনজো পেরেজ (ভ্যালেন্সিয়া), লুকাস বিলিয়া (লাজিও), হাভিয়ের পাস্তোরে (পিএসজি), এভার বানেগা (সেভিয়া), অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি), এরিক লামেলা (টটেনহাম) ও নিকোলাস গাইতান (বেনফিকা)।
ফরোয়ার্ড: এজেকিয়েল লাভেজ্জি (হেবেই চায়না ফরচুন), লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও আগুয়েরো (ম্যান সিটি), গঞ্জালো হিগুয়েইন (নাপোলি) ও পাওলো দিবালা (জুভেন্টাস)।
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ৯ মার্চ, ২০১৬
আরএম