ঢাকা: চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে একটি গোল করেছেন। আর দ্বিতীয় লেগেও দলের হাল ধরেন ক্রিস্টিয়ানো রোনালদো।
২০১৫-১৬ লা লিগা মৌসুমটি বাজে যাচ্ছে রিয়ালের। শীর্ষে থাকা বার্সেলোনা থেকে ১২ পয়েন্ট পিছিয়ে রয়েছে জায়ান্ট দলটি।
লিগে বাজে খেললেও ইউরোপ সেরার লড়াইয়ে ভালোই এগিয়ে যাচ্ছে জিনেদিন জিদানের শিষ্যরা। রোমার বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৪-০ অ্যাগ্রিগেটে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করেছে দলটি। দ্বিতীয় লেগে সিআর সেভেন একটি গোলের পাশাপাশি আরেকটি গোলে সহায়তাও করেছেন।
এদিকে রিয়াল সমর্থকরা চাচ্ছেন রোনালদো গ্যালাকটিকো ছেড়ে অন্য ক্লাবে চলে যাক। তবে দলের সেরা তারকার পাশে দাঁড়িয়েছেন অধিনায়ক সার্জিও রামোস। তিনি রোনালদোকে ‘ঐতিহাসিক’ উইঙ্গার মন্তব্য করে জানান, সমর্থকরা অতি মাত্রায় রিয়ালকে ভালোবাসেই বলেই এমন করছে।
রামোস বলেন, ‘তারা (সমর্থকরা) রিয়াল সম্পর্কে অনেক ভাবে। আমি তাদের মতামতকে সম্মান করি। তাদের ভালোবাসা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে দলের খারাপ সময়েও সমর্থন করতে হবে কারণ আমরা সবাই মাদ্রিদের ভালো চাই। ’
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ০৯ মার্চ, ২০১৬
এমএমএস