ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ময়মনসিংহে সপ্তম স্কাউট সমাবেশের উদ্বোধন

স্টাফ করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
ময়মনসিংহে সপ্তম স্কাউট সমাবেশের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে পাঁচ দিনব্যাপী সপ্তম স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০৯ মার্চ) বিকেলে নগরীর সার্কিট হাউজ মাঠে এ সমাবেশের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী।



উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক হারুনুর রশিদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার সীমা রানী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক হারুনুর রশিদ সরকার ও জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম।

এসময় জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী বলেন, স্কাউট একটি আদর্শের নাম, শৃঙ্খলার নাম। সুন্দর দেশ গড়তে স্কাউটদের কাজ করার জন্য আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্টরা জানান, পাঁচ দিনব্যাপী এ সমাবেশে শেষ দিনে আগামী ১৩ই মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।