ঢাকা: কোন দৃষ্টিকোণ থেকে বার্সেলোনাকে বায়ার্ন মিউনিখের চেয়ে শ্রেয়তর দল ভাবা হচ্ছে? প্রশ্নটা থমাস মুলারের। চলতি মৌসুমে বাভারিয়ানদের অর্জন অসাধারণ যেমনটা তাদের কাতালান জায়ান্টদের।
বার্সেলোনার কাছে সেমিফাইনালে হেরে চ্যাম্পিয়নস লিগের গত আসর থেকে বিদায় নেয় বায়ার্ন। পরে তো ট্রেবল জয়ের উচ্ছ্বাসে মাতেন মেসি-নেইমার-সুয়ারেজরা। কিন্তু, মুলারের বিশ্বাস, অধিকাংশ মানুষের ধারণার চেয়েও বর্তমানে ক্লাব আরো শক্তিশালী।
এক সাক্ষাৎকারে মুলার বলেন, ‘বার্সেলোনা ভালো ফর্মে রয়েছে। তারা গত মৌসুমে ট্রেবল জিতে এসেছে। কিন্তু অামার দৃষ্টিতে বায়ার্ন ইউরোপের সবচেয়ে শক্তিশালী ক্লাবগুলোর একটি। স্বাভাবিকভাবেই বার্সার পাশাপাশি। ’
বায়ার্ন তারকা যোগ করেন, ‘আমি জানি না, তারা (বার্সা) কোন দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে। সবাই দেখছে, প্রতি সপ্তাহেই তারা কতটা উন্নতি করছে। কিন্তু, সবাই আমাদের খেলাও দেখছে এবং বলছে হ্যাঁ, তারাও (বায়ার্ন) অনেক শক্তিশালী। আমরা যদি আবারো নিজেদের বার্সার প্রতিপক্ষ (চ্যাম্পিয়নস লিগে) হিসেবে পাই তবে আমরা প্রস্তুত থাকব। ’
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
আরএম