ঢাকা: রিও ফার্নিনান্ডের চোখে, বর্তমান ফুটবল বিশ্বের সেরা সেন্টার ব্যাক জেরার্ড পিকে। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকার বিশ্বাস, বার্সেলোনার হয়ে চলতি মৌসুমেই ক্যারিয়ারের তৃতীয় ট্রেবল শিরোপা জিততে পারেন স্প্যানিশ ডিফেন্ডার।
২৯ বছর বয়সী পিকে স্পেনের হয়ে ইতোমধ্যেই বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) ট্রফি হাতে নিয়েছেন। অন্যদিকে, বার্সার জার্সি গায়ে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন।
এবার কাতালানদের হয়ে তৃতীয়বারের মতো ট্রেবল জয়ের পথে পিকে। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রের এ তিনটি আসরেই বার্সাকে অন্যতম ফেভারিট ভাবা হচ্ছে।
নিজের অফিসিয়াল টুইটার পেজে পিকের প্রশংসায় মাতেন ফার্নিনান্ড। তিনি উল্লেখ করেন, ‘আমার কাছে জেরার্ড পিকে বর্তমান ওয়ার্ল্ডের সেরা (সেন্টার ব্যাক)। ’
২০০৮ সালে শৈশবের ক্লাব বার্সায় ফেরার আগে ম্যানইউর হয়েই প্রফেসনাল ফুটবলে পা রাখেন পিকে (২০০৪-০৮)। যেখানে তিনি ৩৭ বছর বয়সী ফার্নিনান্ডের (২০০২-১৪) সতীর্থ হিসেবে খেলেছিলেন।
ফার্নিনান্ডের বিশ্বাস, সেন্টার ডিফেন্ডারদের জন্য একটা মানদণ্ড স্থাপন করেছেন পিকে।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
আরএম