ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ইতিহাস গড়লেন বুফন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
ইতিহাস গড়লেন বুফন জিয়ানলুইজি বুফন / ছবি: সংগৃহীত

ঢাকা: বয়স চলে গেছে ৩৮ এর কোঠায়। কিন্তু দমতে নারাজ অভিজ্ঞ গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।

সর্বশেষ ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের হয়ে নতুন এক ইতিহাস রচনা করলেন তিনি। জুভিদের হয়ে সবচেয়ে বেশি ১০ ম্যাচে কোনো গোল হজম করেননি বুফন।

সাসউলোর বিপক্ষে ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যর সিরিআ লিগে সর্বশেষ ১-০ গোলে জেতে। এ ম্যাচে জুভিদের হয়ে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর আরেকটি রেকর্ডের সামনে বুফন।

এখন পর্যন্ত ৯২৬ মিনিট জুভিদের গোলপোস্ট সুরক্ষিত রেখেছেন বুফন। যা লিগ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। তার সামনে এখন সাবেক এসি মিলান তারকা সেবাস্তিয়ান রসিকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি রয়েছে। আর এর জন্য নিজেদের পরবর্তী ম্যাচে বুফনকে মাত্র তিন মিনিট গোল পোস্ট আগলে রাখলেই চলবে।

২০১৫-১৬ মৌসুমে ২৯ ম্যাচে মাত্র ১৫ গোল হজম করা বুফন সর্বশেষ সাম্পদোরিয়ার বিপক্ষে গত ১০ জানুয়ারির ম্যাচে হার মানেন। যদিও ম্যাচটি ২-১ গোলে জিতে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।