ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

গেটাফের জালে বার্সার গোল উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
গেটাফের জালে বার্সার গোল উৎসব ছবি: সংগৃহীত

ঢাকা: শিরোপা ধরে রাখার মিশনে লা লিগার চলতি মৌসুমে উড়তে থাকা বার্সেলোনার প্রতিপক্ষ হয়ে মাঠে নেমে উড়ে গেছে অপেক্ষাকৃত দুর্বল গেটাফে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কাতালানদের মাঠ ক্যাম্প ন্যু’তে আতিথ্য নেওয়া গেটাফে হেরেছে ৬-০ গোলের ব্যবধানে।



শনিবার (১২ মার্চ) সাড়ে ৮৭ হাজার দর্শকের উপস্থিতিতে বার্সার মাঠে ম্যাচটি বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হয়।

এ ম্যাচে জয়ের পর চলতি মৌসুমে মেজর সব শিরোপায় চোখ রাখা বার্সা টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকলো। লুইস এনরিকের শিষ্যরা লা লিগায় নিজেদের মাঠে টানা ২২ ম্যাচে অপরাজিত থেকে নিজেদের রেকর্ডটাকে আরও বাড়িয়ে নিয়েছে।

ঘরের মাঠে আরও একটি জয় তুলে নিতে মাঠে নামেন মেসি-নেইমার-মুনির-তুরানরা। বার্সার গত ম্যাচে দলে না থাকা নেইবার আবারো মূল একাদশের হয়ে মাঠে নামেন। পাঁচটি হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া নেইমার আগের ম্যাচে এইবারের বিপক্ষে খেলতে পারেননি।

ম্যাচের শুরুতে আত্মঘাতি গোলের সুবাদে লিড নেয় কাতালানরা। খেলার অষ্টম মিনিটে অ্যান্তোনিও রদ্রিগুয়েজের আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে অতিথি হয়ে খেলতে নামা গেটাফে। তিন মিনিট পর পেনাল্টির সুযোগ পায় বার্সা। তবে, গোল আদায় করে নিতে ব্যর্থ হন মেসি।

১৯তম মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে গোল করেন মুনির আল হাদ্দাদি। ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩২ মিনিটের মাথায় আর্জেন্টাইন সুপার তারকা মেসি ব্রাজিলের অধিনায়ক নেইমারকে দিয়ে গোল করান। ৩-০ গোলের লিড নেয় কাতালানরা।

৪০ মিনিটের মাথায় আরদা তুরানের অ্যাসিস্ট থেকে গোল করেন মেসি। ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মেসিবাহিনী।

বিরতির পর ম্যাচের ৫১ মিনিটের মাথায় দলের পঞ্চম আর নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার। এবারো গোলের যোগানদাতা মেসি। পিকের অ্যাসিস্ট থেকে দলের ষষ্ঠ গোলটি করেন তুরান।

এ ম্যাচে জয়ের ফলে বার্সার সংগ্রহ গিয়ে দাঁড়ালো ৭৫ পয়েন্ট। ২৯ ম্যাচ খেলা শীর্ষে থাকা বার্সার পরেই রয়েছে ২৮ ম্যাচ খেলা অ্যাতলেতিকো মাদ্রিদ (৬৪ পয়েন্ট)। টেবিলের তিন নম্বরে রয়েছে ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট পাওয়া রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, ১২ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।