ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ঘরের মাঠে অঘটনের শিকার আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
ঘরের মাঠে অঘটনের শিকার আর্সেনাল ছবি: সংগৃহীত

ঢাকা: হ্যাটট্রিক শিরোপা জয় থেকে দুই ধাপ দূরে থাকতে ছিটকে গেছে আর্সেনাল। নিজেদের মাঠেই এফএ কাপ থেকে বিদায় নিয়েছে গানাররা।

২-১ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে অপেক্ষাকৃত দুর্বল দল ওয়াটফোর্ড। এক কথায় বললে, পুরো এমিরেটস স্টেডিয়ামকে স্তব্ধ করে দেয় ভিজিটররা।

ষষ্ঠ রাউন্ড বা কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে প্রথমার্ধে দু’দলের কেউই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে ওয়াটফোর্ডের পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। পঞ্চাশ মিনিটে দলকে লিড এনে দেন নাইজেরিয়ান স্ট্রাইকার ইগহালো।

এর ১৩ মিনিট পরেই আর্সেনালকে রীতিমতো দুঃস্বপ্ন উপহার দেন আলজেরিয়ান মিডফিল্ডার আদলেনে গুদিওরা। ম্যাচে ফিরতে মরিয়া আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা যেন প্রতিপক্ষের রক্ষণভাগে গিয়েই খেই হারিয়ে ফেলেন। স্বাগতিকদের ফিনিশিং দুর্বলতাও ছিল লক্ষণীয়। ক’দিন পরেই গানারদের বার্সেলোনার বিপক্ষে মাঠে নামতে হবে (চ্যাম্পিয়নস লিগে নকআউট পর্বের দ্বিতীয় লেগ)।

নির্ধারিত সময়ের দুই মিনিট আগে ম্যাচে উত্তেজনা এনে দেন বদলি হিসেবে নামা ড্যানি ওয়েলবেক। তবে ওয়াটফোর্ডের রক্ষণ দৃঢ়তায় আর্সেনালের অতিরিক্ত সময়ে খেলা গড়ানোর স্বপ্নটা ভেস্তে যায়।

রেফারি শেষ বাঁশি বাজানোর পরই সেমি নিশ্চিতের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে ওয়াটফোর্ড। অন্যদিকে, ৬০ হাজারের অধিক দর্শকের সামনে ওজিল-সানচেজদের লজ্জা-হতাশাই সঙ্গী হয়!

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।