ঢাকা: ফুটবল প্রেমী সিরীয় শিশুর ছবি শেয়ার করে সিরিয়া যুদ্ধে সবাইকে দৃষ্টি দেয়ার আহবান জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ অধিনায়ক এটাই নিশ্চিত করেছেন, সিরিয়ান শিশুদের প্রতি যে অঙ্গীকার তা বিশ্ব ভুলে যায়নি।
ফেসবুক পেজে রোনালদো তার ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে বল হাতে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার এক শিশুর ছবিও তুলে ধরেন রিয়াল মাদ্রিদ তারকা। যে কিনা দেখতে অনেকটা তার ক্রিস্টিয়ানো জুনিয়রের মতোই।
ছবির ক্যাপশনে হ্যাশট্যাগ (#) দিয়ে রোনালদো লেখেন, ‘#সেভসিরিয়াসচিলড্রেন লাইক ফাইভ ইয়ার্স ওল্ড আইমান, হু লাভস প্লেয়িং ফুটবল এজ মাচ এজ ক্রিস্টিয়ানো জুনিয়র। ’
সেভ দ্য চিলড্রেনের গ্লোবাল আর্টিস্ট অ্যাম্বাসেডর হিসেবে রোনালদো চাচ্ছেন, সবাই যেন সিরিয়ার গৃহযুদ্ধের দিকে মনোযোগী হয়। ২০১২ সাল থেকে এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সিআর সেভেন।
সেভ দ্য চিলড্রেনের প্রেসিডেন্ট ও সিইও ক্যারোলিন মাইলস এক বিবৃতি নিশ্চিত করেন, ‘এই বয়সী (আইমান) শিশুরা যে সেখানে (সিরিয়া) কতটা অসহায় সেটাই উপলব্ধি করছেন রোনালদো। তাঁর সহযোগীতার মাধ্যমে আমরা যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার শিশুদের প্রতি দৃষ্টি অব্যাহত রাখতে পারব। যুদ্ধের পাঁচ বছর পেরিয়ে গেছে। কিন্তু বিশ্ব কখনোই এই শিশুদের ভুলতে চায় না। ’
গৃহযুদ্ধ শুরুর আগেই আইমানের (পরিবারের নিরাপত্তার জন্য নাম পরিবর্তন করা হয়েছিল) জন্ম হয়। যুদ্ধের ব্যাপকতায় ছোট্ট শিশুটি এতই আক্রান্ত হয়েছে যে সিরিয়ায় থাকা অবস্থায় সে কখনোই কথা বলতে পারেনি। বেড়ে উঠার পথে সে দেখেছে, রাস্তায় মৃত মানুষের দেহ পড়ে আছে, সার্বক্ষণিক সাইরেন বাঁজছে আরো কত কী!
বর্তমানে জর্ডান সীমান্তের শরণার্থী ক্যাম্পে দিন কাটাচ্ছে আইমান। সেভ দ্য চিলড্রেন সমর্থিত কিন্টারগার্টেনে তাকে নথিভুক্ত করা হয়েছে। সুখবর হচ্ছে, এখন সে কথাও বলতে শুরু করেছে। যত্নশীল শিক্ষক, পরিবারের সহায়তা ও ফুটবলের প্রতি তার ভালোবাসা থেকেই হয়তো এটি সম্ভব হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আরএম