ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ইংলিশ লিগে যাচ্ছেন না নয়্যার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
ইংলিশ লিগে যাচ্ছেন না নয়্যার ছবি: সংগৃহীত

ঢাকা: বড় অঙ্কের অর্থের বিনিময়ে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমানের গুজব উড়িয়ে দিয়েছেন ম্যানুয়েল নয়্যার। বায়ার্ন গোলরক্ষক জোর দিয়েই বলছেন, বর্তমান টিমেই তিনি সুখে আছেন এবং বুন্দেসলিগাতেই থাকতে চান।



সম্প্রতি গুঞ্জন উঠে, পেপ গার্দিওলার পথ ধরে নয়্যারও ম্যানসিটিতে যোগ দিতে পারেন। আগামী মৌসুমেই সিটিজেনদের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন বায়ার্ন কোচ। কিন্তু, প্রিমিয়ার লিগে যেতে মোটেও আগ্রহী নন নয়্যার। বরং, দীর্ঘ মেয়াদে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় থাকার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ২৯ বছর বয়সী এ গোলরক্ষক।

বায়ার্নে নয়্যারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৯ সালের  জুনে। তবে বিশাল অঙ্কের অর্থের বিনিময়েও তিনি ইংল্যান্ডে উড়াল দিতে আগ্রহী নন।

এ ব্যাপারে জার্মান তারকার ভাষ্য, ‘আমি কোনো কিছুতেই অাক্রান্ত (দলবদল) হইনি। এর প্রধান কারণ, আমি বুন্দেসলিগায় খেলতে পছন্দ করি। আমার এখনো দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে এবং সবকিছুই ঠিকঠাক আছে। মাঝেমধ্যে অনেক লোভনীয় আসে। কিন্তু, তা ওই পর্যন্তই। ক্লাবে থাকাকালীন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনি এখানে বসবাস করছেন। আপনাকে স্বচ্ছন্দ্য বোধ করতে হবে। এরপরই আপনি আরো ভালোভাবে পারফর্ম করতে পারবেন। ’

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।