ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

মন্ত্রীর বিরুদ্ধে নাদালের মামলার হুমকি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
মন্ত্রীর বিরুদ্ধে নাদালের মামলার হুমকি রাফায়েল নাদাল / ছবি: সংগৃহীত

ঢাকা: হঠাৎই ক্ষোভ প্রকাশ করলেন রাফায়েল নাদাল। সেই সঙ্গে বেজায় চটেছেন তিনি।

এক ফ্রেঞ্চ মন্ত্রীর বিরুদ্ধে মামলারও হুমকি দিয়েছেন টেনিসের ক্লে-কোর্ট সম্রাট।

১৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক এ স্প্যনিশ। কিন্তু চোট-আঘাতে জর্জরিত হয়ে মাঝখানে প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল তার টেনিস ক্যারিয়ার। ২০১২ সালে সেই সময়ে প্রায় ৭ মাস মাঠের বাইরে ছিলেন তিনি। আর সেই অনুপস্থিতি নিয়ে মন্তব্য করে বিতর্ক তৈরি করেছেন ফ্রান্সের স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রী রোসেলিন ব্যাচেলট।

ডোপ নেওয়ার জন্য নাদাল ওই সময় টেনিস সার্কিটে নামতে পারেননি বলে মন্তব্য করেছেন তিনি।    

রাফায়েল নাদালের জানান, একজন মন্ত্রী কী করে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে পারেন। তার আইনজীবী মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন নাদাল। সেইসঙ্গে তার আরও হুঁশিয়ারি, ভবিষ্যতে যারা এই ধরনের মন্তব্য করবেন, তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেবেন।

নাদাল বলেন, ‘নিজের অনুপস্থিতি নিয়ে এমন অভিযোগ শুনে তিনি ক্লান্ত। তাই এর শেষ দেখে ছাড়বেন। ’ প্রসঙ্গত, কয়েকদিন আগে মারিয়া শারাপোভা যখন ডোপিং-এর অভিযোগে আপাতত কোর্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন, তখন নাদাল কড়া কথাই বলেছিলেন। শারাপোভাকে কড়া শাস্তি দেওয়ার কথাও বলেছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ১৫ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।