ঢাকা: সমর্থকদের ধারাবাহিক বিরোধিতায় প্রচন্ড চাপের মুখে আর্সেন ওয়েঙ্গার। এটি অব্যাহত থাকলে চলতি মৌসুম শেষেই আর্সেনালের দায়িত্ব ছাড়তে পারেন ৬৬ বছর বয়সী এ কিংবদন্তি কোচ।
‘ডেইলি মেইল’র বরাত দিয়ে গোল ডট কম জানায়, আর্সেনালের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সে ভীষণ চাপে রয়েছেন ওয়েঙ্গার। তার ওপর সমর্থকদের ক্রমাগত উত্তেজনা-অস্থিরতা তো রয়েছেই। দলের পারফরম্যান্সের সঙ্গে এটিও ফ্রেঞ্চ কোচের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমিরেটস স্টেডিয়ামে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ (চলতি মৌসুম শেষে) শেষ হতে আরো এক বছর বাকি।
তবে ক্লাব কর্তৃপক্ষকে পাশেই পাচ্ছেন ওয়েঙ্গার। সূত্রমতে, গানারদের মালিক স্ট্যান ক্রোয়েনকি এখনো তাঁর ওপর পূর্ণ আস্থা রাখছেন। কিন্তু, ক্লাবের ভক্ত-সমর্থকদের থামাবে কে! গ্যালারিতে কিছু দর্শক যেভাবে নিজেদের অনাস্থা জানিয়ে ব্যানার নিয়ে হাজির হচ্ছেন, তাই হয়তো মেনে নিতে পারছেন না ওয়েঙ্গার।
শেষ ছয় ম্যাচের মধ্যে একটি করে জয় ও ড্রয়ের বিপরীতে চারটিতেই হারের লজ্জায় ডোবে আর্সেনাল। এর মধ্যে সবশেষ ঘরের মাঠেই ওয়াটফোর্ডের বিপক্ষে হেরে এফ কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়ে গত দু’বারের চ্যাম্পিয়নরা।
ম্যানইউ, সোয়ানসি সিটির বিপক্ষে হার ও টটেনহামের সঙ্গে ড্র করে ইংলিশ লিগের শিরোপা দৌড়েও অনেকটা ছিটকেই গেছে ওয়েঙ্গারের শিষ্যরা! ২৯ ম্যাচ শেষে ৫২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। এক ম্যাচ করে বেশি খেলে টটেনহাম ৫৮ পয়েন্টে দুইয়ে ও শীর্ষে থাকা লিচেস্টার সিটির সংগ্রহ ৬৩। লিগ মৌসুম শেষ হতে ওজিল-সানচেজদের হাতে আছে আর ৯টি ম্যাচ।
এদিকে, এফএ কাপের পর চ্যাম্পিয়নস লিগেও ইংলিশ জায়ান্টদের অবস্থান নড়বড়ে! বুধবার (১৬ মার্চ) নকআউট পর্বের (শেষ ষোলো) ফিরতি পর্বের ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে আর্সেনাল। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। প্রথম লেগ শেষে ২-০ গোলে এগিয়ে বার্সা।
১৯৯৬ সালে আর্সেনালের কোচের দায়িত্ব নেন ওয়েঙ্গার। তার অধীনে এখন পর্যন্ত তিনটি প্রিমিয়ার লিগ, দু’টি এফ কাপ ও ছয়টি এফএ কমিউনিটি শিল্ডের শিরোপা জেতে গানাররা।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
আরএম