ঢাকা: চেলসি থেকে রিয়াল মাদ্রিদে এডেন হ্যাজার্ড আর বার্নাব্যু থেকে স্ট্যামফোর্ড ব্রিজে জেমস রদ্রিগেজ। দলবদলের বাজারে এমনটি ঘটলে কেমন হবে? এমন পরিকল্পনাই সাজাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা।
ব্রিটিশ দৈনিক ‘দ্য সান’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে। সূত্রমতে, রদ্রিগেজের অভাব পূরণে হ্যাজার্ডই রিয়ালের প্রথম পছন্দ। সামার ট্রান্সফার উইন্ডোতে গ্যালাকটিকোরা সে পথেই হাঁটবে বলে জানা গেছে।
হ্যাজার্ডের প্রতি রিয়াল মাদ্রিদের আগ্রহের বিষয়টি পুরনো। কিন্তু চলতি মৌসুমে নিজের ছায়া হয়ে আছেন বেলজিয়ান উইঙ্গার। তবে চেলসি তারকার প্রতি কোচ জিনেদিন জিদানের মুগ্ধতা এতোটুকুও কমেনি।
অন্যদিকে, সামার ট্রান্সফার উইন্ডোতে জেমস রদ্রিগেজকে ছেড়ে দেওয়ার ইঙ্গিতটা আগেই দিয়ে রাখে রিয়াল। কলম্বিয়ান মিডফিল্ডারের ফর্ম নিয়ে জিদান ইতোমধ্যেই ক্লাব কর্তৃপক্ষকে তাঁর অসন্তুষ্টির কথা জানিয়েছেন। সব মিলিয়ে রদ্রিগেজের রিয়াল অধ্যায় এখন হুমকির মুখে!
২০১৪ সালে ছয় বছরের বার্নাব্যুতে পাড়ি জমানোর আগে রদ্রিগেজকে দলে ভেড়ানোর লক্ষ্য ছিল চেলসির। তবে বর্তমানে রিয়ালের প্রত্যাশা মেটাতে ব্যর্থ হচ্ছেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী। এখন পর্যন্ত ১৮টি লিগ ম্যাচে করেছেন পাঁচ গোল।
আর চেলসির হয়ে ২৩টি লিগ ম্যাচ শেষে এখনো গোলের দেখাই পাননি ইংলিশ লিগে গত মৌসুমের সেরা হ্যাজার্ড!
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
আরএম