ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

স্বাধীনতা দিবস কাবাডি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
স্বাধীনতা দিবস কাবাডি ছবি: সংগৃহীত

ঢাকা: প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজন করছে স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতা। আগামী ২৭ মার্চ কাবাডি স্টেডিয়ামে শুরু হবে ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়-ওয়ালটন স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০১৬’।

৩১ মার্চ এবারের আসরের পর্দা নামবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ কাবাডি টুর্নামেন্টটিতে পৃষ্ঠপোষকতা করছে।

মঙ্গলবার (১৫ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন আয়োজিত হয়।

এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান ও সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, টুর্নামেন্টের কমিটির চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব এ এন এম মাহফুজ খান ও ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের এজিএম মেহরাব হোসেন আসিফ।

এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘প্রতি বছর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতা আয়োজন করে। তাদের পাশাপাশি আমরা ওয়ালটন গ্রুপ এই প্রতিযোগিতায়

সহযোগিতা করার চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও ওয়ালটন গ্রুপের সহযোগিতায় ২৭ মার্চ থেকে শুরু হবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা। আমি এই প্রতিযোগিতার সর্বাত্মক সাফল্য কামনা করছি। ’

এবারের আসরে সার্ভিসেস সাতটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। দলগুলো হলো বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ ফায়ার সার্ভিস, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ জেল ও বাংলাদেশ নৌবাহিনী। প্রতিযোগিতার ইভেন্ট পার্টনার ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।