ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

রিও অলিম্পিকে ‘মুক্ত’ নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
রিও অলিম্পিকে ‘মুক্ত’ নেইমার নেইমার / ছবি: সংগৃহীত

ঢাকা: নিজ দেশে অনুষ্ঠেয় অলিম্পিকে খেলার ইচ্ছাটা আগেই প্রকাশ করেছিলেন নেইমার। অবশেষে দলের তারকা খেলোয়াড়ের আগ্রহের প্রতি সম্মান দেখাল বার্সেলোনা।

অর্থাৎ, নেইমারের নেতৃত্বেই রিও অলিম্পিক মিশনে নামবে ব্রাজিল। গোল ডট কম এর বরাত দিয়ে এমনটিই জানা গেছে।

সূত্রমতে, ক্লাবের অনুমতি পাওয়ায় ব্রাজিলিয়ান সেনসেশনের অলিম্পিকে খেলতে আর বাধা থাকলো না। নেইমারকে পেতে গত সপ্তাহেই স্পেনে উড়াল দেন কার্লোস দুঙ্গা। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে ব্রাজিল কোচের আলোচনা ফলপ্রসূই হলো।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের এখনো অলিম্পিক শিরোপাটাই (গোল্ড) অধরা। নেইমারের হাত ধরেই কী সেলেকাওদের অপেক্ষার অবসান ঘটবে? আগামী ৫ আগস্ট রিও অলিম্পিকের পর্দা উঠবে। যেখানে ২৩ বছরের অধিক বয়সী তিনজন খেলতে পারবেন।

অলিম্পিকের পর কোপা আমেরিকা (৩ জুন শুরু) মিশনে নামবে ব্রাজিল। শতবর্ষ পূর্তির বিশেষ আসরটিতে নেইমারের অংশগ্রহণে বার্সার বাধা দেওয়ার উপায় নেই। যদি না দুঙ্গা তাঁকে দলে না নেন! ফিফার নিয়ম অনুযায়ী, কোপা আমেরিকা টুর্নামেন্টে প্রত্যেকটি ক্লাব খেলোয়াড়দের ছাড়তে বাধ্য।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।