ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়নস লিগে মেসির নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
চ্যাম্পিয়নস লিগে মেসির নতুন রেকর্ড ছবি: সংগৃহীত

ঢাকা: রেকর্ড শব্দটি যেন মেসির পায়ের কাছেই থাকে। প্রায় প্রতিটি ম্যাচেই খেলতে নেমে কোন না কোন রেকর্ডের জন্ম দেন বার্সেলোনা স্ট্রাইকার।

এবারের রেকর্ডটি হলো চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে।

ইউরোপিয়ান আসরের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ক্যাম্প ন্যু’তে গানাররা হেরে যায় ৩-১ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে কোয়ার্টার নিশ্চিত করে কাতালানরা। আর এই ম্যাচে আর্জেন্টাইন অধিনায়ক একটি গোল করে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে নতুন একটি রেকের্ডর জন্ম দিলেন।

মেসি একমাত্র ফুটবলার যিনি চ্যাম্পিয়নস লিগে কোন একটি দলের বিপক্ষে সবচেয়ে বেশি গোল করেছেন। আর্সেনালের বিপক্ষে তার গোলের সংখ্যা ৯। এখন পর্যন্ত আর কোন ফুটবলার একটি প্রতিপক্ষের বিপক্ষে এতগুলো গোল করতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ১৭ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।