ঢাকা: ব্রাজিল ও পেরুর বিপক্ষে ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ে দলে ফিরেছেন লুইস সুয়ারেজ। ৯ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে পা রাখতে যাচ্ছেন বার্সেলোনা তারকা।
এরপর থেকেই জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে ২৯ বছর বয়সী এ স্ট্রাইকার। ন্যাক্কারজনক ওই ঘটনায় তাকে সব ধরনের ফুটবলে চার মাস ও উরুগুয়ের জার্সিতে ৯টি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ করে ফিফা।
প্রত্যাবর্তনের ম্যাচে শুরুতেই ক্লাব সতীর্থ নেইমারের মুখোমুখি হতে পারেন সুয়ারেজ। আগামী ২৬ মার্চ (শনিবার) সেলেকাওদের মাঠে আতিথ্য নেবে উরুগুইয়ানরা। চারদিন পর (৩০ মার্চ) ঘরের মাঠে পেরুর মুখোমুখি হবে দু্ইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচ দু’টি শুরু হবে যথাক্রমে সকাল পৌনে ৭টা ও ভোর ৫টায়।
রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতে গুরুত্বপূর্ণ ম্যাচ দু’টির আগে উরুগুয়ের জন্য একটি দুঃসংবাদও আছে। ইনজুরির কারণে স্কোয়াড নাম প্রত্যাহার করে নিয়েছেন নিয়মিত অধিনায়ক ডিয়েগো গোদিন।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে উরুগুয়ে। চার ম্যাচ শেষে তাদের সংগ্রহ তিন জয় ও এক হারে ৯ পয়েন্ট। সমান ম্যাচে শতভাগ জয়ে শীর্ষে ইকুয়েডর। সাত পয়েন্টে তিনে ব্রাজিল ও দুই পয়েন্ট পিছিয়ে থেকে ছয়ে আর্জেন্টিনা।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আরএম