ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগের পর এবার ইউরোপা লিগ থেকেও ছিটকে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠে লিভারপুলের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে কপাল পুড়ে রেড ডেভিলসদের।
ওল্ড ট্রাফোর্ডে খেলা শুরুর ৩২ মিনিটে পেনাল্টি থেকে ম্যানইউকে লিড এনে দেন অ্যান্থনি মার্শাল। কিন্তু, প্রথমার্ধের শেষ মুহূর্তে লিভারপুলকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ্পে কুতিনহো। ১-১ সমতায় বিরতিতে যায় দু’দল। ইনজুরির কারণে ম্যানইউর স্কোয়াডে ছিলেন না অধিনায়ক ওয়েইন রুনি।
অল রেডসরা অ্যাওয়ে গোলের সুবিধা পাওয়ায় টুর্নামেন্টে টিকে থাকতে স্বাগতিকদের আরো তিনটি গোল করতে হতো। কিন্তু, দ্বিতীয়ার্ধ জুড়ে সমর্থকদের হতাশই করেন মাতা-মার্শাল-রাশফোর্ড-ফেলাইনিরা। নির্ধারিত সময় শেষে কোয়ার্টার নিশ্চিতের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়েন ইয়োর্গেন ক্লপের শিষ্যরা।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বাদ পড়ার পর ইউরোপা লিগ মিশনে নামে ম্যানইউ। কিন্তু, এখানেও ব্যর্থতার পরিচয় দিল রেড ডেভিলসরা। ইংলিশ লিগেও বাজে অবস্থা কাটছে। সব মিলিয়ে কোচ লুইস ফন গালের চাকরিটা বোধ হয় এবার গেলই!
অন্যান্য ম্যাচের মধ্যে বাসেলকে ৩-০ অ্যাগ্রিগেটে হারিয়ে শেষ আট নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেভিয়া। ইংলিশ লিগে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা টটেনহামকে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বুরুশিয়া ডর্টমুন্ড। নিজেদের মাঠে ফিরতি পর্বের ম্যাচটিতেও ২-১ গোলে হেরে যায় স্পারসরা।
বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
আরএম