ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

আগামী মৌসুমে স্পন্সরবিহীন জার্সিতে বার্সা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
আগামী মৌসুমে স্পন্সরবিহীন জার্সিতে বার্সা! কাতার এয়ারওয়েজ বার্সার জার্সি স্পন্সর থাকবে তো?

ঢাকা: মৌসুম শেষ হতে খুব বেশিদিন নেই। কিন্তু, এখনো কোনো স্পন্সরের সঙ্গে চুক্তি সম্পন্ন করেনি বার্সেলোনা।

এর মানে দাঁড়াচ্ছে, ২০১৬-১৭ মৌসুমের জন্য বার্সার প্রথম জার্সিতে কোনো স্পন্সরের নাম রাখছে না নাইকি। অবাক করা বিষয়ই বটে!

বার্সার ভাইস প্রেসিডেন্ট ম্যানেল অ্যারোইয়ো এমন উদ্বেগের কথা জানান, ‘আমরা নাইকির (বার্সার অফিসিয়াল জার্সি তৈরিকারক প্রতিষ্ঠান) সঙ্গে সবকিছু চূড়ান্ত করেছি। স্পন্সরের নাম ছাড়াই পরবর্তী মৌসুমের প্রথম জার্সিটি বিক্রি হবে। ’

তবে শিগগিরই স্পন্সরের সঙ্গে সমঝোতায় আসার ব্যাপারে আশাবাদী ম্যানেল অ্যারোইয়ো, ‘পরবর্তী মৌসুমে জার্সি স্পন্সরের নাম চূড়ান্ত করা হবে। কাতার (কাতার এয়ারওয়েজ) পছন্দের তালিকার মধ্যে অন্যতম। কিন্তু, অন্যান্যদের সঙ্গেও আলোচনা চলছে। ’

এদিকে, নতুন ক্যাম্প ন্যুর নামের স্বত্ব বাবদ চুক্তির অঙ্কটা প্রত্যাশার চেয়েও বেশি হওয়ার সম্ভাবনা দেখছেন বার্সার ভাইস প্রেসিডেন্ট, ‘আমরা মনে করছি, স্টেডিয়ামের নামের স্বত্বটা ২০০ মিলিয়ন উঠবে। কিন্তু, দিন শেষে তা ৩০০ মিলিয়নে ঠেকবে বলেও আশা রাখছি। ’

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
আরএম

** নতুন রূপে ক্যাম্প ন্যু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।