ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ইতালি-রোমানিয়া ম্যাচে অনিশ্চিত কস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
ইতালি-রোমানিয়া ম্যাচে অনিশ্চিত কস্তা

ঢাকা: কিছুদিনের মধ্যেই ইতালি ও রোমানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াড ঘোষণা করবেন স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক। কিন্তু, দলের ‍আক্রমণভাগের সেরা অস্ত্র দিয়েগো কস্তার খেলা নিয়েই রয়েছে সংশয়।



পিএসজির বিপক্ষে (১০ মার্চ) চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ডান পায়ের ইনজুরিতে ভোগেন কস্তা। এরপরই দুই-তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান চেলসি তারকা।

ধারণা করা হচ্ছে, স্পেনের হয়ে প্রীতি ম্যাচ দু’টিতে কস্তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে! যদিও এখনো মেডিকেল টেস্টের ফলাফলের অপেক্ষায় আছেন ২৭ বছর বয়সী এ স্ট্রাইকার।

আগামী ২৪ মার্চ (বৃহস্পতিবার) চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হবে স্পেন। তিনদিন পর (রোববার) স্বাগতিক রোমানিয়ার বিপক্ষে মাঠে নামবেন দেল বস্কের শিষ্যরা। বাংলাদেশ সময় ম্যাচ দু’টি শুরু হবে যথাক্রমে দিবাগত রাত পৌনে ২টা ও দিবাগত রাত পৌনে ১টায়।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।