ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ইনজুরি কাটিয়ে কোর্টে ফিরলেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
ইনজুরি কাটিয়ে কোর্টে ফিরলেন ফেদেরার ছবি: সংগৃহীত

ঢাকা: হাঁটুর সার্জারির পর প্রত্যাশার চেয়েও দ্রুত সেরে উঠেছেন রজার ফেদেরার। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মিয়ামি ওপেনে (২১ মার্চ শুরু) খেলবেন সুইস তারকা।

ইতোমধ্যেই কোর্টে ফিরে অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিয়েছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

গত জানুয়ারিতে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া ওপেনের পর থেকেই প্রতিযোগিতামূলক টেনিসের বাইরে ফেদেরার। বছরের প্রথম গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে নোভাক জোকোভিচের কাছে হার মানেন ১৭ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স বা বিএনপি পারিবাস ওপেনেই ফেদেরারের খেলার সম্ভাবনা ছিল। কিন্তু, শেষ পর্যন্ত মৌসুমের প্রথম মাস্টার্স ইভেন্টটি (৯-২০ মার্চ) মিস করেন ৩৪ বছর বয়সী এ টেনিস কিংবদন্তি।

নিজের টুইটার পেজে মিয়ামি ওপেনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ফেদেরার। ক্র্যান্ডন পার্কে (মিয়ামি ওপেনের ভেন্যু) তিনি দু’বার চ্যাম্পিয়ন হন। তবে এই ইভেন্টে সবশেষ ট্রফি জেতেন এক দশক আগে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।