ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

খেলার বিরতিতে উদ্বোধন ফুটবল টুর্নামেন্টের!

এম. আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
খেলার বিরতিতে উদ্বোধন ফুটবল টুর্নামেন্টের! ছবি: অনিক খান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: মন্ত্রীরা আসবেন। বেলুন ওড়াবেন।

খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব শেষ করবেন। এরপর মাঠে গড়াবে ফুটবল। পর্দা উঠবে টুর্নামেন্টের। কিন্তু ময়মনসিংহে শুক্রবার (১৮ মার্চ) বিকেলে ঘটলো ঠিক উল্টো ঘটনা।

নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ আয়োজিত স্বাধীনতা দিবস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন না হলেও ঠিকই মাঠ গড়ালো ফুটবল। প্রথম ম্যাচে মুখোমুখি হলো স্বাগতিক ময়মনসিংহ ও পাশের জেলা কিশোরগঞ্জ।

অবশেষে প্রথমার্ধের খেলার ৪৫ মিনিট পর বিকেল সোয়া ৫টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান। এ নিয়ে খেলা দেখতে আসা স্টেডিয়ামের দর্শক ও ক্রীড়ানুরাগীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

জানা যায়, রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হবার পর প্রথমবারের মতো এখানে অনুষ্ঠিত হচ্ছে স্বাধীনতা দিবস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। আর এ টুর্নামেন্টে বৃহত্তর ময়মনসিংহের ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, টাঙ্গাইল, জামালপুর ও শেরপুর জেলা অংশ নিয়েছে। এ টুর্নামেন্টকে ঘিরে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা ক’দিন যাবতই ছিল ব্যতিব্যস্ত।

অনুষ্ঠানের দাওয়াতপত্রে ছাপা হয় ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের নাম। স্বাগতিক ময়মনসিংহ ও সফরকারী কিশোরগঞ্জের মধ্যকার ম্যাচ দিয়ে বিকেল ৩টায় এ টুর্নামেন্ট উদ্বোধন হওয়ার কথা ছিল।

কিন্তু তিন মন্ত্রীর একজনও নির্ধারিত সময়ে না আসায় উদ্বোধন পর্ব স্থগিত রাখা হয়। আধিবাসী তরুণীদের নৃত্য ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। বিকেল ৪টার দিকে মাঠে গড়ায় ফুটবল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক এম এ হান্নান ও জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকীসহ অন্য অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব শেষ করেন। অত‍ঃপর গ্যালারিতে বসেই তারা খেলা উপভোগ করতে থাকেন।

বিকেল সোয়া ৪টায় স্টেডিয়ামে এসে উপস্থিত হন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান। গ্যালারিতে না গিয়ে মাঠে বসেই তিনি খেলা দেখতে থাকেন। এসময় গ্যালারি থেকে নেমে আসেন অন্য অতিথিরা। শুরু হয় ছবি তোলার প্রতিযোগিতা।

ফটো সাংবাদিকরা মন্ত্রীর সামনে দাঁড়িয়ে ছবি তুলতে করলে তিনি খানিকটা বিরক্ত হন। বলতে থাকেন, ‘ওই মিয়ারা সরো। খেলা দেখতে দাও। ’

মন্ত্রীর বাম পাশের খানিকটা অদূরেই তখনও এ টুর্নামেন্টের উদ্বোধনের জন্য রাখা বেলুন নিয়ে ঠাঁই দাঁড়িয়ে ফখরুজ্জামান। তিনি জেলা প্রশাসকের অফিস সহকারী। এখনো বেলুন ওড়ানো হয়নি কেন জানতে চাইলে বলেন, ‘মন্ত্রী মহোদয় খেলা শুরু হবার পর আইছে। অর্ধেক খেলার পর মন্ত্রী বেলুন উড়িয়ে উদ্বোধন করবেন। ’

শেষতক প্রথমার্ধের খেলার ৪৫ মিনিট পর বিকেল সোয়া ৫টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন মন্ত্রী মতিউর রহমান। অনুপস্থিত থাকেন অন্য দুই মন্ত্রী। অর্ধেক খেলার পর উদ্বোধনের এ দৃশ্য দেখিয়ে স্টেডিয়ামের এক কোনায় থাকা রফিক ও সারোয়ার নামের দুই তরুণ দর্শক বলেন, ‘এইটা তো দেখছি আজব টুর্নামেন্ট। নতুন নিয়মে খেলা শেষ হইলে উদ্বোধন হয়। ’

খেলার প্রথমার্ধে ময়মনসিংহ ১-০ গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে তারা ঘুরে দাঁড়ায়। শেষ পর্যন্ত ৪-১ গোলে তারা জয়ী হয়ে মাঠ ছাড়ে। ময়মনসিংহের পক্ষে রুবেল করেন দুই গোল। অন্য গোলদাতারা হলেন- জিকো ও ভিক্টোরি। কিশোরগঞ্জের পক্ষে একটিমাত্র গোল করেন স্টেলিন।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।