ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

সেমিতে জোকোভিচের মুখোমুখি নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
সেমিতে জোকোভিচের মুখোমুখি নাদাল ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্ডিয়ান ওয়েলসের কোয়ার্টার ফাইনালে নিজ নিজ খেলায় দুর্দান্ত জয় তুলে নিয়েছেন নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল। এবার টেনিস বিশ্বের এক নম্বর তারকা জোকোভিচ ও সাবেক শীর্ষ তারকা নাদাল সেমিফাইনালে মুখোমুখি হবেন।



বিএনপি প্যারিবাস ওপেনের কোয়ার্টারে জো উইলেফ্রেড সোঙ্গাকে ৭-৬ ও ৭-৬ সেটে সরাসরি হারিয়ে উড়িয়ে দেন সার্বিয়ান তারকা জোকোভিচ। অন্যদিকে দাপট দেখান নাদালও। জাপানের কেই নিশিকোরিকে ৬-৪ ও ৬-৩ হারিয়ে শেষ চারে জায়গা করে নেন স্প্যানিশ সেরা নাদাল।

গত বছর চারটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে তিনটিতে শিরোপা জেতেন জোকোভিচ। বর্তমানে এ তারকার গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা ১১টি। অপরদিকে ১৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল ইনজুরি থেকে ফিরে নিজেকে আবারও সেরা প্রমাণের চেষ্টা করছেন।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ১৯ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।