ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় গত বৃহস্পতিবার শুরু হয়, ‘ওয়ালটন তৃতীয় মহিলা বিচ কাবাডি প্রতিযোগিতা-২০১৬’। শনিবার (১৯ মার্চ) ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের এই প্রতিযোগিতা।
ওয়ালটন মহিলা বিচ কাবাডি প্রতিযোগিতায় তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে আজাদ স্পোর্টিং ক্লাব। লিগ পদ্ধতির শেষ ম্যাচে যাত্রাবাড়ী ইনস্টিটিউট অব কাবাডিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আজাদ স্পোর্টিং ক্লাব। ফলে রানারআপ হয় যাত্রাবাড়ী ইনস্টিটিউট অব কাবাডি। আর তৃতীয় স্থান অর্জন করেছে মাতুয়াইল মিলন স্মৃতি সংসদ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আজাদ স্পোর্টিং ক্লাবের মরিয়ম বেগম। তাকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়।
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবনী পয়েন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার শ্যামল কুমার নাগ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।
এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) জানান, ‘পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, আমাদের অহংকার কক্সবাজারকে প্রমোট করতে আমরা ওয়ালটন গ্রুপ কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে আমরা বেশ কয়েকটি টুর্নামেন্ট আয়োজন করেছি। এবার ওয়ালটন তৃতীয় মহিলা বিচ কাবাডি ও প্রথম পুরুষ বিচ কাবাডি প্রতিযোগিতার আয়োজন করলাম। সেপ্টেম্বরে ভিয়েতনামে অনুষ্ঠিত হবে এশিয়ান বিচ কাবাডির। সেটারই প্রস্তুতি পর্ব ছিল এবারের এই ওয়ালটন বিচ কাবাডি। আশা করছি এই টুর্নামেন্টের মাধ্যমে কাবাডি ফেডারেশন আসন্ন এশিয়ান বিচ কাবাডির জন্য ব্যালান্সড একটি দল গঠন করতে পারবে। আশা করছি সামনেও এই ধরনের টুর্নামেন্টের সঙ্গে আমরা ওয়ালটন পরিবার সম্পৃক্ত হতে পারব। ’
উল্লেখ্য, এবারের ওয়ালটন তৃতীয় মহিলা বিচ কাবাডি প্রতিযোগিতায় চারটি দল অংশ নেয়। দলগুলো হলো- আজাদ স্পোর্টিং ক্লাব, ইনস্টিটিউট অব কাবাডি, মাতুয়াইল মিলন স্মৃতি সংসদ ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা।
সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয় এবং সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল আজাদ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ১৯ মার্চ ২০১৬
এমআর