ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

আশা টিকে রইল আর্সেনালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
আশা টিকে রইল আর্সেনালের ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ২-০ গোলে জিতে শিরোপার স্বপ্ন টিকিয়ে রাখলো আর্সেনাল। দলের হয়ে এদিন একটি করে গোল করেন ড্যানি ওয়েলব্যাক ও অ্যালেক্স লোবি।



লিগ টেবিলের তিনে থাকা আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা মৌসুমের শুরুতে দারুণ দাপট দেখালেও শেষে এসে পিছিয়ে পড়ে। তবে এ জয়ে আবারও আত্মবিশ্বাস ফিরে পেল দলটি। শনিবার গদিসন পার্কে খেলতে যায় আর্সেনাল। আর পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে ফেলে গানাররা।

এদিন ম্যাচের প্রথমার্ধেই দুটি গোল পায় সফরকারীরা। ৭ মিনিটে ওয়েলব্যাক ও ৪২ মিনিটে লোবি গোল করলে আর্সেনালের জয় নিশ্চিত হয়।

এ জয়ের ফলে ৩০ ম্যাচ শেষে ৫৫ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে আর্সেনাল। এক ম্যাচ বেশি খেলা লিচেস্টার সিটি ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। আর ৩০ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে টটেনহাম।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।